বিন্দুতে স্থির ঝুলে আছি # সুখ সুখ বাতাসে রুমঝুম নূপুর # আমার কোনো আমি নেই #

লিখেছেন লিখেছেন মন সমন ২৬ জুন, ২০১৪, ০৮:৩৭:৪৮ রাত

বিন্দুতে স্থির ঝুলে আছি

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

বৃত্তের পরিধি বেয়ে পথ

বিন্দুতে এসে থামে

জলকণা ফুলকাঁটা আলোছায়া

জোছনার সিঁড়ি বেয়ে নামে ।

এত পথ হেঁটে এসে দেখি

বিন্দুতে স্থির ঝুলে আছি

জীবনের সন্দেশ গুড়ে

উড়ে বসে কত শত মাছি ।

বিন্দুর দেয়ালেই গাঁথা

জীবনের নামতার বই

পরিধির জলরঙ মুছে

থামে সময়ের হৈ চৈ ।

০৫-০৭-২০০৭

সুখ সুখ বাতাসে রুমঝুম নূপুর

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

তাক ধিন তাক ধিন তেরে কেটে ধা

তেরে কেটে ধা

তাক ধিন ধা ।

সেতারের দ্রুত লয়ে

সুখ সুখ বাতাসে রুমঝুম ঝুম

মনবক উড়ে যায় অসীমের নীলিমায়

অসীমের নীলিমায় দ্রুতগতি বোরাকে ।

মনগাড়ি ছুটে চলে ঝিকঝিক ঝিকঝিক

সেতারের ঝংকারে বুজে আসে চোখ

অসীমের জানালায় রাখি মনচোখ ।

পৃথিবীর সব সুখ অসীমের জানালায়

গান গেয়ে নেচে নেচে মাতোয়ারা কবি

সাতসুরে গান গায় সব সুখপাখি ।

দশ লাখ বেহালা একসাথে বাজে

তুমি আর আমি যে একতারে বাঁধা ।

প্রভু-সুরে গান গেয়ে মজেছেন কবি

অন্তরে প্রভু-ছবি যায় না যে দেখা ।

০২-০৩-২০০৮

ঢাকা, বাংলাদেশ ।

আমার কোনো আমি নেই

... ... মুহাম্মদ ইউসুফ

Email :

আমি দিব ?

কি দিব ?

আমার কিছু নেই ।

সবই আপনার ।

আপনার সবটুকুই আপনাকে দিলাম ।

আমার কোনো আমি নেই ।

আমিও আমার নই ।

সবদিকেই আপনার মহিমা ও অবস্থান ।

আপনি এক ও একক, লা শরীক ।

আপনিই মাবু’দ ।

আপনাকে শুকরিয়া, ধন্যবাদ ।

০২-০৩-২০০৮

ঢাকা, বাংলাদেশ ।

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239261
২৭ জুন ২০১৪ রাত ১২:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File