কবে হবে সেই কিংবদন্তী

লিখেছেন লিখেছেন মাহবুব হাসান র ২৬ নভেম্বর, ২০১৪, ০৩:৩২:৩৮ দুপুর



আমি সেই কিংবদন্তীর কথা বলছি

যে অন্যায় ব্যভিচার কে প্রতিবাদ করে প্রতিরোধ গরে তোলে

আমি সেই সত্যের সেনানী যুবকের কথা বলছি

যে পরনারীতে আসক্ত নয়, যে নেশায় আসক্ত নয়

যে সত্যের পথে থাকতে ভালবাসে , যে সত্যের গান গাইতে ভালবাসে

আমি সেই তরুন কিংবদন্তীর কথা বলছি

আমি তার কথা বলছি যে নিজের জীবনকে নিয়ে ভাবে

নিজের মাতৃভূমিকে নিয়ে ভাবে নিজের কৃষ্টিকর্মকে নিয়ে ভাবে

যে তার মা বাবার স্বপ্নকে নিয়ে ভাবে

যে তার ভবিষ্যত প্রজন্মকে নিয়ে ভাবে

যে তার অর্ধাঙ্গীকে নিয়ে ভাবে

আমি সেই তরুন সত্যের সেনানী কে নিয়ে বলছি

যে অগোচরে অন্যায় করে না, পাপ করে না

যে সদা সর্বদা সত্যের কথা বলে

যে সত্যের কথা সৈরশাসকের সামনেও বলে

আমি সেই কিংবদন্তীর তরুনের কথা বলছি

যে মহামারী দেখে ভয় পায়না

সত্যের পথে অভিচল থাকতে কখনো পিচপা হয়না

যে সত্যের বলে বলিয়ান হয়ে হিম্মত নিয়ে এগিয়ে যাই

আমি সেই তরুন কিংবদন্তীর কথা বলছি

যার হদয়ে রয়েছে কুরআনের তেজ

যার জীবন গঠিত হয়েছে রাসুলুল্লাহ (স) এর আদর্শে

যে সদা সর্বদা সাহাবী আজমাঈনদের কে নিয়ে ভাবে

যে সদা সর্বদা তাবেঈদের কে নিয়ে ভাবে

যে সত্যের সন্ধান খুঁজে দিবা রাত্রি

যে নিভৃতে নির্জনে বসে গরীব মানুষের কথা ভাবে

যে নির্জনে বসে নিজের দেশকে নিয়ে ভাবে

ইসলামে আদর্শ নিয়ে ভাবে .............

বিষয়: বিবিধ

১০২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288363
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৮
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
288370
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
288393
২৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৫
ফেরারী মন লিখেছেন : সেই কিংবদন্তীর তো আজ মর মর অবস্থা। সে আজ গভীর ঘুমে আচ্ছন্ন।
288436
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
নিরবে লিখেছেন : ইউসুফ বিন তাশফিন , বদর বিন মুগীরার জন্য প্রতিক্ষায়...

খুব ভালো লাগলো ধন্যবাদ
288474
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
288588
২৭ নভেম্বর ২০১৪ রাত ১২:২৬
অনেক পথ বাকি লিখেছেন : হবে Talk to the hand Talk to the hand
289131
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:০৯
মাহবুব হাসান র লিখেছেন : সবাইকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File