প্রকাশকরা লেখকদেরকে যেভাবে ঠকান

লিখেছেন লিখেছেন পারভেজ রানা ১৯ নভেম্বর, ২০১৩, ০১:৫৭:৫৫ দুপুর

প্রকাশকরা লেখকদেরকে যেভাবে ঠকান

বই প্রকাশ করতে গেলে লাগে প্রকাশক। আর প্রকাশকদের বদনাম তারা বই ছাপে টাকা নিয়ে, টাকা ছাড়া বই প্রকাশ করা অসম্ভব। একজন প্রকাশক একজন ব্যবসায়ী। বাংলাদেশে হুমায়ূন, মিলন, নাসরিন ছাড়া কেউ লিখে টাকা পেয়েছেন এমন লেখকের সংখ্যা নগন্য। লেখকের টাকা নিয়ে বই প্রকাশ। আদিকাল থেকে প্রকাশকরা এমনই করে এসেছেন। কবি নজরুলকেও প্রকাশককে চিঠি লিখতে হয়েছে , ৩০০ কপি বই ছাপতে কত টাকা লাগবে জানতে চেয়ে।

সবকিছু যদি ঠিকভাবে ঘটে তাহলে দু’পক্ষের কারোরই কোন সমস্যা থাকবার কথা নয়। কিন্তু, আমার ও ভাই বেরাদরদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা এখানে শেয়ার করলাম:

ফেব্রুয়ারির ৫ তারিখে ট্রেসিং প্রিন্ট দেওয়া হলো, কাগজও কেনা হলো।এরপরও ২১ তারিখে বই মেলায় বই আসেনি। প্রচ্ছদ আগেই ছাপা হয়ে গিয়েছিল।প্রকাশকের প্রেসে গিয়ে দেখলাম, আমার বইয়ের কাগজ দিয়ে অন্য বই ছাপা হয়ে গিয়েছে। আবার নতুন করে কাগজ কিনে বই প্রিন্ট দিতে হলো। মেলাতে বই এলো ২৬ তারিখ।

ঢাকার বাইরে বই বিক্রি হলো। ফেব্রুয়ারি জুড়ে বই বিক্রি হলো, অথচ প্রকাশক বললেন, আপনার বই তো বিক্রি হয় না। আজো জানতে পারিনি কত কপি বই বিক্রি হলো।

পরিচিত প্রকাশকের সাথে বড় ভাইয়ের একটা লিয়াজো করে দিলাম। বড় ভাই ৬৫ কপি বই পাবেন, অথচ আমাকে ঐ প্রকাশক দিয়েছিলেন ৫ কপি বই। বলেছিলেন, সব লেখককে আমি এটাই দিয়ে থাকি।

খুলনার জাহিদুর রহমান নীল এক লেখায় বলেছিলেন, বাংলাবাজারের কোন প্রকাশককে টাকা দেওয়ার পরও বই প্রকাশ হয়নি।

রহমান (ছদ্ম নাম) ভাই ৫০০ কপি বই প্রকাশের জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু আজো জানেন না, কত কপি বই প্রকাশিত হলো জানেন না।

আজিজ মার্কেটের একটি প্রকাশনী থেকে নিজের খরচে বই প্রকাশ করলেন একজন ইংরেজি পত্রিকার কলামিস্ট, ২৫০ কপি বই ছেপে ব্যাপক দাম রাখলেন বইয়ের, লেখক নাখোশ।

একজন কবি বই ছাপলেন, প্রুফ রিডিংই হয়নি। বানান ভুলে ভরা বই। কবি বেজার।

বিদেশী অফসেট কাগজে ছাপার কথা বলে নিম্ন মানের কাগজে ছেপে দিয়েছে বই এরকম উদাহরণও আছে ভুরি ভুরি।

বই ছাপার ক্ষেত্রে প্রকাশক নির্বাচন একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ এ জয়ী হলেই আপনার বই প্রকাশে এগিয়ে গেলেন এক ধাপ।

বই প্রকাশ সম্পর্কীত আরো এই ব্লগারের লেখাগুলি পড়ুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।

http://www.somewhereinblog.net/blog/theparvezrana

https://www.facebook.com/Bangladeshwg?ref=hl

বিষয়: বিবিধ

২০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File