আওয়ামী লীগ বুঝিয়ে দিল তারা সমঝোতা-সংলাপের ব্যাপারে কতটা আন্তরিক।

লিখেছেন লিখেছেন কিছু ০৯ নভেম্বর, ২০১৩, ০৫:২৯:২৫ বিকাল

বিএনপি’র সিনিয়র নেতাদের গ্রেফতারের মাধ্যমে আওয়ামী লীগ বুঝিয়ে দিল তারা সমঝোতা-সংলাপের ব্যাপারে কতটা আন্তরিক। তাদের চরিত্র দিবালোকের মত পরিষ্কার হল। আওয়ামী লীগ সমঝোতা চায় এই ধরনের ফাঁকা বুলি কতটা অন্তঃসারশূন্য তা প্রমান হল। দ্বিতীয়ত-ওই সব নেতা এতদিন বাইরে ছিলেন। এতে দলের কি এমন লাভ হয়েছে ? কার্যকরী কি ভুমিকা এরা রেখেছেন ? গত কিছুদিনের কর্মসূচিতে কয়বার এদের রাস্তায় দেখা গেছে ? তৃতীয়ত- এইসব সিনিয়র নেতারা ভেতরে যাবার পর সামনে উঠে আসবেন দ্বিতীয় সারির নেতারা। যারা সত্যিকার অর্থেই মাঠের রাজনীতি করে বড় হয়েছেন। মাঠের হাল হকিকত যাদের জানা আছে। দলের সামর্থ্য ও দুর্বলতা সম্পর্কে যাদের পরিষ্কার ধারনা আছে। নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী যারা কর্মসূচী ঠিক করতে ম্যাডামকে সহায়তা করবেন। গাছ বড় হলে অনেক সময় পুরনো ডালপালা ছেঁটে দিতে হয় । এতে নতুন নতুন ডাল বের হয়ে আসে । যাতে অনেক নতুন পাতার জন্ম হয় । যে পাতারা সবুজ রং ধারন করে গাছকে আবার যৌবন ফিরিয়ে দেয় ।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File