প্রিয় রাষ্ট্রপতি

লিখেছেন লিখেছেন যায়েদ ভাই ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:২৯:০৯ সন্ধ্যা

প্রিয় রাষ্ট্রপতি ,

আপনি আমগো পিতা আর আমরা এক

একটা কুত্তার বাচ্চা !

চোখের চিকিত্সা করাতে ৩৪ জনের

বহর নিয়ে আপনি বিদেশে আছেন

জেনে অত্যন্ত চিন্তিত ।

ওরা আপনাকে চিনেছেতো ? অবৈধ

ভেবে অপমান করেনিত ?

মাত্র দুই লাখ টাকায়

একবেলা ডিনার সেরেছেন

জেনে কিছুটা চিন্তামুক্ত হলাম ।

আপনি যে আম্লীগীয়

রাষ্ট্রপতি না হয়েই

পারেননা তা সাদা চামড়ারা হাড়েহাড়ে টের

পেয়েছে নিশ্চয়ই ।

যাইহোক ;

টাকা কিছুনা , চোখটাই আসল !

আর কতকাল একচোখা থাকবেন বলেন?

একচোখা রাষ্ট্রপতি দেশের কলঙ্ক,

জাতির কলঙ্ক ।

আপনার 'একচোখা' অপবাদ ঘুচুক ।

এই কামনা করছি ।

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260425
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : MOney Eyes MOney Eyes MOney Eyes এত ক্ষীপ্ত কেনো আপনি। উনারা এসব না করলে তো উন্নত বিশ্ব উন্নত হতো না।
260444
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
শেখের পোলা লিখেছেন : ৩৪ জন কানা একসাথে কি ভাবে হল৷ এদের নিয়ে সহজেই একটা কানা ভীখারী সংঘ খোলা যেত৷
260457
০১ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার অনেক ক্ষোভ। কবিতার ভাষায় বুঝা গেছে। কবিতার শাণিত শব্দে জেগে উঠুক বোবা মানুষগুলো। ক্ষোভকে পুজি করে কবিতা হোক আরো শক্তিশালী। এ প্রত্যাশায় থাকলাম। ভাল লাগা রেখে গেলাম কিন্তু।
260476
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৬
মেঘে ঢাকা স্বপ্ন লিখেছেন : আম্লীগের রাষ্ট্রপতি বলে কথা! জনগনের টাকায় ফুর্তিভার্তা না করলেই কি হয়! যদি জনগনের রাষ্ট্রপতি হতো তাহলে বুঝতো জনগনের টাকার মুল্য কত!
260512
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪০
যায়েদ ভাই লিখেছেন : মতামতের জন্য সবাইকে ধন্যবাদ।
260516
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
মারুফ হাসান লিখেছেন : রবীন্দ্রনাথের "সামান্য ক্ষতি" কবিতার রাণীর কথা মনে পড়ল।রাণীর মত পরিনতিও আশা করছি--
260542
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ যেন উনার কানাত্ব আরো......
260578
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৩
কাজি সাকিব লিখেছেন : সমাজের কোন একটি ব্যক্তি যদি বিলাসী হয় তাও নাহয় সহ্য করা যায় কিন্তু নুন আনতে পানতা ফুরানো রাষ্ট্র যদি বিলাসীতা দেখায় তা সহ্যসীমার বাইরে চলে যায়!

অবশ্য গরীবের উপর নীলকরদের ন্যায় কর আদায় করা আওয়ামী অবৈধ সরকার বহু আগেই গরীবের টাকায় মৌজ করে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে,লজ্জিত আমরা যে তার বিরুদ্ধে দাড়াতে পারিনি!
260585
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৫
যায়েদ ভাই লিখেছেন : আমাদের নিষ্ক্রিয়তাই ওদের সাহস যুগিয়েছে।
আর কতকাল আমাদের কর্তারা ঈদের অপেক্ষায় থাকবেন?
১০
260639
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৬
কাহাফ লিখেছেন : আল্লাহ যেন ওনার উপর দেয়া একচোখা অপবাদ মোচন করেন, প্রয়োজনে দূচোখ অন্ধ করে হলেও।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File