ওরা মৌসুমী প্রতিবাদি

লিখেছেন লিখেছেন ম্যাজিক মুনসি ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২০:২৪ দুপুর

গত ১৪ তারিখ ভারতে মুক্তি পেয়েছে গুন্ডে ছবিটি।এই ছবির মধ্য দিয়ে ভারত জগন্য ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করেছে।অপমান করেছে ত্রিশ লক্ষ্য শহীদের রক্তে ভেজা আমাদের মাতৃভূমিকে। একদম সোজা কথায় বললে বলা যায় বাংলাদেশ ভারতের সৃষ্টি। ১৯৭১ এ যে যুদ্ধ হয়েছে সেটা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল না,ছিল হিন্দুস্থান আর পাকিস্তানের মধ্যে ৩য় যুদ্ধ। এ যুদ্ধে পাক বাহিনি ভারতীয় বাহিনির কাছে আত্মসমর্পন করলে বাংলাদেশ নামক নতুন রাষ্ট্রেরসৃষ্টি হয়।

এর আগে দেখেছি বিভিন্ন কারনে ভারতের অনেক ছবি সেন্সর বোর্ড ছাড়পত্র দেইনি।কিন্তু আমাদের মুক্তি যুদ্ধ নিয়ে এই মিথ্যাচারের কেনো ছাড়পত্র দেয়া হল?

জবাব কি আমরা চাইতে পারিনা ? জবাব চাই।

সরকারের পক্ষ থেকে জবাব চাই।

ত্রিশ লক্ষ্য শহীদ,৭ জন বীরশ্রেষ্ঠ,হাজার হাজার মা বোনের ইজ্জত।কিসের ইতিহাস?আমাদের মুক্তিযুদ্ধের? নাকি ভারতের হয়ে দালালির?

প্রতিবাদিরা এখন কোথায়?

প্রতিবাদ কি স্থান কাল পাত্র ভেদে হয়ে থাকে?

সু-চিল রা কোথায় স্বাধিনতা নিয়ে তাদের ভারতমাতা সাপ লুডু খেলা খেলছে তো।

কথা বললে মুশকিল চুপ থাকাটাই শ্রেয়?

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178920
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : কিছু করার নেই।
178962
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪৮
অজানা পথিক লিখেছেন : ওরা মৌসুমী প্রতিবাদি যথার্থ বলেছেন
179016
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি যে কন!
দাদারা যা বলবে তাই ঠিক।
179134
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
ম্যাজিক মুনসি লিখেছেন : অনেক কিছুই করার আছে। দরকার শুদু একাত্বতা। @ইশতিয়াক আহমেদ ভাই
179141
১৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
ম্যাজিক মুনসি লিখেছেন : দাদাদের সান্নিধ্য এমনই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File