অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে আনীত চার্জ ৫ এবং এর অসারতা।

লিখেছেন লিখেছেন বিতর্কিত মুফরাদ ১১ অক্টোবর, ২০১৪, ০৮:৩৯:৩৯ সকাল

অধ্যাপক গোলাম আযম এর

বিরুদ্ধে আনিত চার্জ নং ৫: সিরু

মিয়া হত্যাকান্ড এর অসারতা :

রাষ্ট্রপক্ষের অভিযোগ তিনি সিরু

মিয়া ও তার সহযোগিদের হত্যার

নির্দেশ সম্বলিত

একটি চিঠি ব্রাক্ষনবাড়ীয়া পিস

কমিটির সভাপতি পিয়ার

মিয়াকে প্রেরন করেন যার

ফলশ্রুতিতে তাদের

সকলকে হত্যা করা হয়।

মজার ব্যাপার হলোঃ

+ সেই কথিত চিঠি রাষ্ট্রপক্ষ

ট্রাইব্যুনালে হাজির

করতে পারে নাই।

+ সিরু মিয়ার

স্ত্রী আনোয়ারা বেগমও সেই

চিঠি দেখেননি বলে স্বীকার

করেছেন।

+ তিনি গোলাম আযম সাহেবের

হাতের লেখা বা স্বাক্ষরের

সাথেও পরিচিত নন।

+ এই কথিত চিঠি কাকে উদ্দেশ্য

করে লেখা হয়েছে,

কিভাবে পেয়ারা মিয়াকে

প্রেরন করা হয়েছে তাও তার

জানা নেই।

বিষয়: বিবিধ

৯৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273079
১১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫১
নোমান২৯ লিখেছেন : লাভ কি ভাই? Don't Tell Anyone Don't Tell Anyone Don't Tell Anyone
তার থেকে ভাল মনে করি চুপ থেকে নিরব বিপ্লব ঘটান|ধন্যবাদ | Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File