অন্ধীভূত পিতা

লিখেছেন লিখেছেন অপনেয় ২৪ নভেম্বর, ২০১৪, ০৬:৪০:১১ সন্ধ্যা

পিতঃ

তোমার জীবন যখন নিবুনিবু প্রায়

আমার তখন অঢেল সময়

আমিই এসেছি কাছে

তুমি ডাকনি আমায়।

দৃষ্টিহীন আঁধারে বসে

তোমার নির্বাপিত চাহনির

অস্ফুট আভাসে অবরণীয় আমি

ফিরে আসি আবার প্রবাসে।

দায়বদ্ধতার ফলশ্রুতি আমার

কর্মময় জীবনের অবিশ্রান্ত গতি

আর আত্নসমাহিত অনিবন্ধী ভাবনা

বিচ্ছিন্ন করে সন্তানের অদত্ত প্রতিশ্রুতি।

তার পর দীর্ঘ দিন কেটে যায়

অকস্মাত একদিন, মৃত্যুর শীতল হাত

স্পর্শ করে তোমাকে।

সর্ব-দোষে দোষী ভেবে অভিমান ভরে

তুমি রেখে গেছ আমায় অসমাপ্ত ক'রে।

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287621
২৪ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো বেশ...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File