ও লাশ তুমি কি ? -----------------------

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৩ মে, ২০১৪, ১০:৩৮:১৫ সকাল

ও লাশ !

তুমি কার মায়ের

বুক খালি করেছ !?

ও লাশ !

তুমি কোন বাবার

বুকের মানিককে কেড়ে নিয়েছ ?

চারিদিকে আতংক

অসহায়ত্ব ,

বোবা আর্তনাদে

ভারি হয়ে উতছে আকাশ বাতাস !

কেন আজ গোপনে

গণতন্ত্র কে কবর দেওয়া হয় !

কেন বাক স্বাধীনতার

মুখে এসিড ঢেলে দেওয়া হয় ?

শুধু কি ক্ষমতায়ের লড়াইয়ে

বেঁচে থাকার জন্য

এই অসংখ্য লাশ !?

শুধু কি নিজের অধিপত্য

বিরাজ করার জন্যই

এই সারি সারি লাশ,

গুম হওয়া লাশ !

হাজারো মানুষের বুক ফাটা কান্না

তোমরা কি শুনতে পাও না ?

তোমরা কি মানুষ !

কেন নিজের ভাইকে লাশ বানাচ্ছো ?

মানবতা শব্দটা কি ওরা ভুলে গেল ?

হায় !!

কে জানে রাস্তায় হেঁটে চলার মানুষের মধ্যে

এই আমিই একদিন হয়ে যাবো

লাশ !



বিষয়: বিবিধ

১৪০০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

216801
০৩ মে ২০১৪ সকাল ১০:৪৩
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৫ মে ২০১৪ রাত ১২:৫০
165724
কাঁচের বালি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
216810
০৩ মে ২০১৪ সকাল ১১:২৭
নীল জল লিখেছেন : আর একটা কথা উল্লেখ করছেন না।একটা লাশ শুধু মা বাবার বুক ই খালি করে না,তার পরিবারের সদস্যদের সারাজীবন তাতীয়ে বেরায়। হতাশা চলে আসে।স্মৃতি বিজরিত দিন গুলুর কথা মনে করে তার কাছে ফিরে যেতে ইচ্ছা করে
০৫ মে ২০১৪ রাত ১২:৫০
165723
কাঁচের বালি লিখেছেন : আপনি ঠিকই বলেছেন , স্বামী , স্ত্রী , ভাই , বোন , সন্তান , আত্মীয় স্বজন সবাই যেন এক অস্থির সময়ের মধ্যে দিন কাটাচ্ছে ! ধন্যবাদ ।
216872
০৩ মে ২০১৪ দুপুর ০১:৫৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফররুখ আহমদের লাশ কবিতাটা মনে পড়ছে, ওরা গোগ্রাসে গিলে খায় মানুষের লাশ....
০৫ মে ২০১৪ রাত ১২:৪৯
165722
কাঁচের বালি লিখেছেন : আলমগির সাহেব , এটা আমার নিজের লেখা , মনে যা এসেছে লিখে ফেলেছি । কবিতা হয়েছে কিনা জানিনা তবে এটাই ভাবছি শুধু দেশের লাশের সংখ্যা আর কত বাড়বে ??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File