গৃহ পালিত চতুষ্পদ প্রাণীর রচনা । ------------------------------------

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ১৮ নভেম্বর, ২০১৩, ০৬:৫৮:১০ সকাল

এরশাদ একটি গৃহ পালিত চতুষ্পদ প্রাণী

ইহার দুইটা চোখ আছে , একটা নাক আছে , দুইটা পা আছে ।

বর্ণনা -

--------

ইহা অত্যন্ত দক্ষতার সাথে দালালী কাজ সম্পন্ন করতে পারে ।

ইহার আরও একটি ভালো গুন আছে সেটা হল এখন এক কথা বলে ভ্যা ভ্যা করে , একটু পর আরেক কথা বলে ম্যা ম্যা করে । আর ক্যামেরার সামনে আসলে ছ্যা ছ্যা করে ।

অপকারিতা -

--------------

সবাই ইহাকে লুচ্চা , বিশ্ব বেহায়া বলিয়াও ডাকিয়া থাকে ।

তবে ইহার বড় পরিচয় স্বৈরাচারী শাসক । সুযোগ সন্ধানী এই চতুষ্পদ প্রাণীটি পরিশ্রুতির আশায় এই গোয়ালে ঐ গোয়ালে চক্কর দিয়ে বেড়ায় ।

ট্রাজিক হিরো এরশাদ নামক প্রাণীটির অপকারিতা বলে শেষ করা যাবে না ।

উপকারিতা-

---------------

এই প্রাণীটি কি উপকারে এসেছে দেশের জন্য তা আজও আবিষ্কার করতে পারে নি জনগণ তবে - দুই বড় রাজনৈতিক দলের পলিটিক্সের তুল ( tool ) হিসেবে কাজ করে ।

উপসংহার -

------------

এই প্রাণী দ্বারা আমাদের উপকারের চেয়ে অপকার বেশী হয় । কারণ জনগণ এই প্রাণীটির উপরে কখনও বিশ্বাস স্থাপন করতে পারে না , এই চতুষ্পদ প্রাণী অপকার সম্পর্কে ইতিমধ্যে জনগণ অবহিত হয়েছে তাই ইহাকে কে নিয়ে বিশদ ভাবে বর্ণনা করার আর কিছু নাই



বিষয়: বিবিধ

১২৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File