কোথায় চলেছি আমরা?

লিখেছেন লিখেছেন কাঁচের বালি ০৩ আগস্ট, ২০১৩, ০৯:৩৪:১৫ সকাল



কোন পথে আমাদের বাংলাদেশ ?

ইসলামী চেতনার বিলুপ্তি ঘটছে কিনা ?

সরকার দেশকে দলীয়করন করছে কিনা ?

দেশের সংস্কৃতি কে বিলুপ্ত করে ইসলামী পোশাক আশাকের তোয়াক্কা না করে আমাদের প্রজন্ম কে ঠেলে দেওয়া হচ্ছে অর্ধ উলঙ্গ পোশাক আশাকের দিকে । তাদের কে এই সব ছোট খাটো কাপড় পড়ানোয় উৎসাহিত করা হচ্ছে যা আমরা বিভিন্ন শপিং মলে বা টিভি অ্যাড এ দেখতে পাই !!

আমরা এই সবের তোয়াক্কা না করে নোংরামির জগতে ভেসে যাচ্ছি । যার ফলে আমাদের মা বোন মেয়েদের প্রতিনিয়ত হেনস্থা হতে হয় রাস্তা ঘাটে । বাংলাদেশে আজ যেভাবে পাশ্চাত্য ধাঁচের পোশাক-পরিচ্ছদ, নাচগান ও সংস্কৃতিচর্চা শুরু হয়েছে সেটি গুলী কি সেই অভিন্ন পথেই টানবে না? কারণ এসব অশ্লিল পোশাক-পরিচ্ছদ, নাচগান, সিনেমা-নাটক, মদ ও যৌনউদ্দীপক সাহিত্যের কাজই হলো ব্যভিচারের পথে মানুষকে আরো উত্তেজিত করা।

এমন মানুষের জীবনে তখন নেমে আসে বিপথগামীতা। বাংলাদেশে আজ সে পথেই দ্রুত ধাবমান হচ্ছে।

এর প্রতিকার কি ?

বিষয়: বিবিধ

১০৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File