কওমী মাদ্রাসার ছাত্রদের অন্যতম কয়েকটা জঘন্য অপরাধ !

লিখেছেন লিখেছেন Mujahid Billah ১০ অক্টোবর, ২০১৪, ১১:২৯:৫১ রাত

১। এরা মেয়েদের কলেজের

সামনে দাঁড়িয়ে থাকতে পারেনা।

২। রাস্তার মোড়ে আম্লিক স্টাইলে মেয়েদের

ওড়না ধরে টানতে পারে না।

৩। রাস্তায় মেয়েদের দেখলে মাথা নিচু

করে হেঁটে চলে যায়, যার কারণে 'পতিতাদের'

চেতনায় বড়ই আঘাত লাগে।

৩। এরা কোনো মেয়ের চোখের

দিকে তাকিয়ে কথা বলে না, কারণবশত কথা বললেও

তাদের দৃষ্টি নিচু থাকে।

৪। এরা পার্কে মেয়েদের সাথে কচুমচু করতে পারেনা।

৫। নাচ,গান,কনসার্ট এর কথা বলে মানুষের কলার

ধরে চাঁদা আদায় করতে পারে না।

৬। এরা ডিজুস স্টাইলে চলাফেরা করতে পারেনা, সব

সময় সবসময় অতি সাধারণ চলাফেরা করে।

৭। এরা কাউকে খুব খারাপ পরিস্থিতিতেও

গালি দিতে পারেনা/জানেনা।

৯। এরা অতি অল্পতে রেগে যায় না বরং বুঝানোর

চেষ্টা করে।

১০। এরা পরনিন্দা আর মিথ্যা বলে না এবং সেটি পছন্দ

করেনা।

আর সবথেকে বড় অপরাধ হলো এদের ঈমান/বিশ্বাস

খুবই দৃঢ়, যা পৃথিবীর কেউ

কোনো শক্তি কোনো ভাবেও নষ্ট করতে পারে না।

এটিই এদের কাছে থাকা একমাত্র ভয়ংকর অস্ত্র।

এই কারণেই বোদহয় কওমী মাদ্রাসার ছাত্রদের বলা হয়

সন্ত্রাস?

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272977
১০ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৭
স্বপন২ লিখেছেন : এরা ইসলামী সমাজ ব্যবস্থা চিন্তা করে।
১১ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৮
217197
Mujahid Billah লিখেছেন : হ্যয় ভাইয়া, ঠিক বলেছেন,
272986
১১ অক্টোবর ২০১৪ রাত ১২:১৪
ফেরারী মন লিখেছেন : এরা এসব করতে পারে কারণ এরা ক্ষ্যাত।
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৩৭
217116
নোমান২৯ লিখেছেন : Worried Worried Worried Worried Worried Worried Worried Worried
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৩
217198
Mujahid Billah লিখেছেন : এরা এসব করতে পারে, কিন্তু তারা সন্ত্রাস করতে পারে না!
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৪
217199
Mujahid Billah লিখেছেন : এরা এসব করতে পারে, কিন্তু তারা সন্ত্রাসী করতে পারে না!
273006
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:০০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৬
217200
Mujahid Billah লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
273014
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪০
নোমান২৯ লিখেছেন : সহমত Rose|তবে নিজের গুণকীর্তন নিজে গাওয়া হয়ে গেল না?!|তাছাড়া এগুলো এমনিতে সবায় জানে Happy Happy| ধন্যবাদ| Thumbs Up Thumbs Up++++++++++
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
217204
Mujahid Billah লিখেছেন : ভাইরে, শুধু জানলে হবে না,ভাল করে জানতে হবে,!!
273023
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৩
কাহাফ লিখেছেন :
কাওমী মাদ্রাসা অধ্যয়ণরতদের স্বভাবজাত বিষয় এগুলো যেন,ব্যতিক্রম যে নেই তা নয়,তবে ব্যতিক্রম আলোচনার দাবী রাখে না বেশী।
সামাজিক বিষয়াবলীতে স্বক্রিয় অংশগ্রহন কাওমী মাদ্রাসা কে অনন্য উচ্চতায় নিতে পারে আরো।
উপস্হাপনার জন্য অনেক ধন্যবাদ......।
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৫৫
217131
নোমান২৯ লিখেছেন : সহমত|যথার্ত বলেছেন|ধন্যবাদ ভাইয়া|Good Luck Good Luck
১১ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১১
217206
Mujahid Billah লিখেছেন : খুব সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া, আপনাকেও অনেক ধন্যবাদ "
273032
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩৩
তহুরা লিখেছেন :
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৬
217242
ঠোঁটকাটা লিখেছেন : মুমিন মুমিনাদের জন্য সঙ্গত নয় এ ধরনের প্রোপাগান্ডামূলক পোষ্টার প্রকাশ করা। আপনার সম্পর্কে ধারনা পাল্টাতে বাধ্য করবেন না। এখানে যা বলা হয়েছে তা কি সত্যি নাকি আপনার উর্ব্বর মস্তিস্কের কল্পনা ?
১১ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
217310
Mujahid Billah লিখেছেন : ঠোঁটকাটা ভাই,আপনার সাথে আমি একমত। যা বলার ছিল আপনি তহুরা বোনকে বলে দিয়েছেন !
274680
১৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩৫
প্রেসিডেন্ট লিখেছেন : কিছু গোঁড়ামি, হীনমন্যতা আর ছোটখাট বিষয়ে অন্ধবিদ্বেষ পরিহার করতে পারলে কওমী মাদ্রাসা যেতে পারে অনন্য উচ্চতায়, হতে পারে আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File