ফেলে যাওয়া স্মৃতি

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ০৫ জুন, ২০১৪, ১১:৫২:০৮ সকাল

বায়ু ন্যায় তোমার স্মৃতি আমাকে ঘিরিয়ে রেখেছে

মুক্তি চাই কিন্তু পাইনা ;

তোমার রেখে যাওয়া দন্ত ব্রাশ

নিত্য প্রাতে আমাকে স্মরণ করিয়ে দেয় ।

আর কৃষ্ণ বর্ণের চুলের কাকনটি

আমার কর্ণে কি বার্তা শোনায় জান ?

গভীর ভাবনা কিসের ?

আমার সখি সল্পকাল পরেই আসবে ।

এই দেখনা আমাকে রেখে গেছে

তার অলকে আমার বাস

আমি তার খুব পছন্দের ;

আমাকে ছেড়ে সে থাকতেই পারবেনা ।

আমার আশার সঞ্চার সৃজন হয়

বড় শান্তি অনুভব করি আর

তোমার কুন্তলের ফিতা সেফটিপিন ;

তোমার ফিরে আসার বার্তা শোনায় ।

হাত ঘড়িটা ফি দন্ডে দন্ডে টিক টিক

ধ্বনি দিয়ে আমাকে স্মরণ করিয়ে দেয় ;

তোমার অবাক লাগছে নিশ্চই !

এক যুগ অতিক্রান্ত এখন ...?

আর কত যুগ ব্যাপিয়া থাকবে ?

স্রোষ্টাই বেশ জানে ।

আমার মন কহিছে -

পৃথিবীর প্রলয় পর্যন্ত অক্ষত থাকবে ;

আপনার চেয়ে তোমার স্মৃতিকে

অতি যত্নে লালন পালন করছি ।

কেমনে ভুলে থাকি বলো ,

তোমার স্মৃতিগুলো আমার নিত্য দিনের পরিচ্ছদ

আচ্ছাদিত করে রাখে আমাকে সর্বক্ষণ ।

আমি শান্তি পাই সুখ পাই বুকে জোটে

আশার সঞ্চার সৃজন করে চিত্ত কুটিরে ;

তোমার ফেলে যাওয়া স্মৃতি

ঐ স্মৃতির গন্ধ শুকে শুকে বেঁচে আছি

এখনো বেঁচে আছি ।

বিষয়: সাহিত্য

১২১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230871
০৫ জুন ২০১৪ দুপুর ১২:০৫
নোমান২৯ লিখেছেন :






সুন্দর ।সে স্মৃতি নিয়ে বেঁচে থাকুন।এ কামনাই করি ।ধন্যবাদ ভাইয়া । Rose Rose Rose
230873
০৫ জুন ২০১৪ দুপুর ১২:০৯
আওণ রাহ'বার লিখেছেন : অনেক শুকরিয়া ভালো লাগলো।
231036
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
231162
০৫ জুন ২০১৪ রাত ১১:২০
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : সবাইকে অসংখ্য ধন্যবাদ
234428
১৩ জুন ২০১৪ রাত ০৪:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
234666
১৪ জুন ২০১৪ সকাল ১১:৪২
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : জেনে ভাল লাগলো ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File