একাত্তর টিভির একবছর : ধন্যবাদ নয় সরি

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ২১ জুন, ২০১৩, ০২:০০:২৯ দুপুর



ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে আজ দেশের পঞ্চম সংবাদভিত্তিক চ্যানেল একাত্তর টেলিভিশনের এক বছর পূর্ণ হচ্ছে। ২০১২ সালের এইদিনে চ্যানেলটি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে।

এই এক বছরে একাত্তর নানা কারণে সমালোচিত হয়েছে।

বিশেষ করে চ্যানেলটি ‘বিশেষ একটি পক্ষে অবস্থান নিচ্ছে’- এ অভিযোগ বছরভর নানাভাবে শোনা গেছে।


শোনা যাচ্ছে প্রধান বিরোধীদল বিএনপির হাইকমান্ড থেকে চ্যানেলটির কোনো টক শোতে অংশ না নিতে নেতাদের মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, অনেক চেষ্টা করেও চ্যানেলটির কর্তৃপক্ষ বিএনপির কোনো শীর্ষ নেতাকে তাদের অনুষ্ঠানে এখন আর আনতে পারছে না।


একাত্তরের বিরুদ্ধে অন্যতম অভিযোগ এর টক শোর উপস্থাপকরা কথার মাঝখানে বক্তাকে থামিয়ে দেন। এর একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির নেতারা এ অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, উপস্থাপকরা দৃষ্টিকটুভাবে সরাসরি একটি পক্ষে অবস্থান নেন।

সূত্র : নতুন বার্তা

তাই শুভকামনা কিংবা ধন্যবাদ না দিতে পারায় সরি....

বিষয়: রাজনীতি

১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File