ব্যাঙ্গের ছাতার মতো মুসলমান।

লিখেছেন লিখেছেন আতিকুল জুয়েল ২২ মে, ২০১৩, ১০:৩৭:৪৬ সকাল

১০ বছরের মধ্যে ব্রিটেনে মুসলমান সংখ্যাগরিষ্ট জাতি হিসাবে আবির্ভুত হতে চলছে। খবরটা দেখার পরেই অনেক মুসলমানই বগল বাঁজাচ্ছেন।

আপাত দৃষ্টিতে খবরটা মুসলমানদের জন্য বগল বাঁজানোর মতো মনে হলেও একটু চিন্তা করলে আর হয়তো আর বগল বাঁজাতে চাইবেন না।

[১] বাংলাদেশও মুসলিম সংখ্যাগরিষ্ট জাতি, অথচ মুসলমানরাই এখানে সব চেয়ে নির্যাতিত। রাতের অন্ধকারে এখানে মাওলানাদের খুন করা হয় এলিট ফোর্স দিয়ে।

[২] ইসরাইলের মোট জনসংখ্যার চেয়ে ফীলিস্তিনে মুসলমানের সংখ্যা বেশী, কিন্তু ফীলিস্তিনিরা প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছে ইহুদীদের কাছে।

[৩] স্পেনে যখন মুসলিম নিধন করা হয়, সেখানেও মুসলিমের সংখ্যা নিতান্তই কম ছিলো না।

তাই, ব্যাঙ্গের ছাতার মতো মুসলমানের সংখ্যা বাড়ায় আপ্লুত না হয়ে মুসলমানদের মধ্যে নতুন করে ওমরের মতো শাষক, খালেদ বিন ওয়ালীদের মতো সেনাপতি, ইবনে সীনা'র মতো চিকিৎসক, আল জাবের' এর মতো গনিতবীদ, মুসা আল খারিজমীর মতো বিজ্ঞানী তৈরীর দিকে নজর দিন।

এমন মুসলমান তৈরী করুন, যারা ফটোশপে বানানো মাছের গায়ে, মেঘের ফাকে আল্লাহ'র নামের ছবি দেখে ফেসবুকে শেয়ারের বন্যা বইয়ে দিবে না।

বিষয়: বিবিধ

১৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File