সাভার ট্রাজেডি : একটি প্রস্তাবনা

লিখেছেন লিখেছেন নোমান সিলেট ৩০ এপ্রিল, ২০১৩, ০৩:৪২:১৫ দুপুর

প্রস্তাবনা সমুহ-

১) সরকারকে সাভারে নিহত প্রতেককে ২ লাখ টাকা াবং আহতদেরকে ১ লাখ টাকা দিতে হবে।

২) BGMEA এর পক্ষ থেকে নিহতদের ১ লাখ & আহতদের ৫০ হাজার টাকা দিতে হবে।

৩) ভবন মালিক রানা ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না হলে সরকারের নির্বাহী ক্ষমতা বলে ভবন বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ আদায় করতে হবে।

৪) ক্ষতিগ্রস্তদের কল্যাণে ফান্‌ড গঠন করে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করতে হবে।

৫) সারাদেশের ঝুকিপূর্ন ভবনগুলোকে "রেড মার্ক" দিতে হবে।

৬) সকল পোশাক শ্রমিকদের জীবন বীমা BGMEA কে নিশ্চিত করতে হবে।

৭) দেশের সিভিল ডিফেনস ও ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন ও শক্তিশালী করতে হবে।

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File