বিদ্যুতীয় শুভকামনা

লিখেছেন লিখেছেন মুহিউদ্দীন ফাহিম ১৬ এপ্রিল, ২০১৩, ০৮:১৭:২৭ রাত

এপ্রিল মাস কেবল শুরু হল। অসহ্য গরম পুরোপুরি এখনো শুরু হয় নাই। এর মাঝেই বিদ্যুৎ যে পরিমান লুকোচুরি খেলা শুরু করেছে তাতে সামনে কি দিন আসছে আল্লাহই ভালো জানেন।

গত বি এন পি সরকারের সময় বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে শুনেছি। তারা বিভিন্ন স্থানে বিদ্যুতের খাম্বা দিয়েছেন, পরের বার ক্ষমতায় আসলে বিদ্যুৎ দেবেন এরকম প্রতিশ্রুতি দিয়েছিল বলে এসব কথা আওয়ামীলীগের মন্ত্রী-এম.পিদের মুখ বাকিয়ে বিদ্রুপ করতে শুনি। সে তারা করুক তাতে আমাদের কি?

বর্তমান আওয়ামীলীগ সরকার নিজেদের "সক্ষম" বলে দাবি করে ক্ষমতায় আশার পর সংসদে ঘোষণা দিল তারা নাকি "ইলেক্ট্রিসিটি" দিয়ে দেশকে "Pregnant" করে ফেলেছে!!!

বিরাট সুসংবাদ!!

এরপর শুরু হল এই প্রেগন্যান্সির maintenance এর খরচ। দফায় দফায় দাম বাড়িয়ে বিদ্যুতের দাম দুইগুন তিনগুন হয়ে গেল কিন্তু pregnancy term এ যাওয়ার কোন sign/symptom দেখা গেল না। সর্বশেষ Deliveryর সময় দেখা যাচ্ছে এই pregnancy ইতোমধ্যে miscarriage হয়ে গিয়েছে নয়তো সরকার pregnant করতেই পারে নাই। কোনটা সঠিক কে জানে।

জানার মধ্যে যেটুকু জানি সামনে গরমে ভয়াবহ দিন আসছে যার sign ইতোমধ্যে দেখা দিয়েছে।

সুতরাং, আসন্ন গরমে সকলের জন্য থাকলো বিদ্যুতীয় শুভকামনা।

বিষয়: বিবিধ

১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File