কোঠা প্রথা সংবিধান বিরোধী প্রথা

লিখেছেন লিখেছেন আজরাঈল আমি ১৪ জুলাই, ২০১৩, ১১:২৪:৫৩ সকাল

বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ ২৯ এ আছে সরকারি নিয়োগ সুযোগের সমতা :

(ক) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ- লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে।

(খ) কেবল ধর্ম, গোষ্ঠি, বর্ণ, নারী- পূরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রজাতন্তের কর্মে নিয়োগ বা পদ- লাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাঁহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।

লক্ষ্য করুনঃ মুক্তিযোদ্ধাদের নাতি পুতি ও পোলাপানরে সুবিধা দেয়া ২৯ এর ক ধারার সরাসরি বিরোধীতা করতেছে। আবার জেলা ও নারী কোঠা খ ধারার বিরোধীতা করতেছে। শুধুমাত্র গ ধারায় আছে যে প্রতিবন্ধী ও উপজাতিরা সুবিধা পেতে পারে। কিন্তু তাদের জন্য বরাদ্দ মাত্র ৬% ।আর সংবিধানের বিরোধীতা করে অসাংবিধানিক ভাবে দেয়া ৫০% ।

নোটঃ মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান তাদের সুবিধা দেওয়া হোক এতে কোন সমস্যা নেই। কিন্তু তাদের নাতি পুতি কেন? ২ লক্ষ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ৩০% আর সাধারন জনগনের জন্য ৪৪%।মুক্তিযোদ্ধার বংশধর যে দেশ প্রেমিক হবে তারই বা গ্যারান্টি কি?

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File