অন্যরকম ভালোবাসা

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ২৮ জানুয়ারি, ২০১৪, ১০:৫২:৩৪ সকাল

এলারমের শব্দ শুনে ঘুম ভাংল আকাশের, ঘড়ির দিকে তাকাতেই দেখল ১২.০০ টা। কিন্তু নিপু সাথে যে ১০.০০ যেতে বলেছিল!! মোবাইল হাতে নিয়ে দেখে ১৩৬ টা মিসড কল!!! মুখে হাল্কা পানি ছিটিয়ে আর এক গ্লাস পানি খেয়ে টিশার্ট টা গায়ে দিতে দিতে বেরিয়ে পড়ল মেস থেকে। কাল রাতে জিন্স পরেই ঘুমিয়েছিল আকাশ । অগোছালো চুল যেন পাখির নিড় । রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে জি ই সির দিকে চলল। মাঘ মাস হলেও আজ বসন্তের পরিবেশ , আদ্র রোদে আলোকিত আকাশ টা আজ অনেক সুন্দর লাগছে। হেমন্ত,শীত আর বসন্ত যেন মিশে গেছে একসাথে । রাস্তায় তেমন একটা জ্যম নেই , রিক্সা জি ই সি আসতেই নিপুর চিরাচরিত রক্তচক্ষু । সব পকেটে সার্চ করে ২ টাকা পাঁচ টাকা নোট আর ৩ টে দুই টাকার নোট নিয়ে ভাড়া শোধ করে আকাশ।

-হাতে প্লাস্টিকের ফুল কেন?

-তোমার জন্য তো কাছা ফুল নিয়ে আসলে তো দাঁড়িয়ে থাকতে থাকতেই হাতে শুকিয়ে যাবে। তাই প্লাস্টিকের ফুল নিয়ে আসছি।

-কি বল ?

-নইতো কি? কোনদিন তুমি সময়মত আসছ বল?

-হুম,একবার

-সেই একবার , প্রেমের দুই বছর পূর্ণ হতে চলেছে, যাও একবার আসছে সেইবার আমি আস্তেই পারিনি .

-আসছি তো , না ?

-তোমার সকিছুতে খামখেয়ালী , আজ কে ব্রেকাপের দিনেও তুমি। দেরি করছ ,কোন সিরিয়াস নেই???

-চল হাটি

-নাস্তা করছ ?

-হুম

-কি খাইছ?

-এক গ্লাস শরবত , চিনি আর লেবু ছাড়া !

-কেন ?

-ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়া করে চলে আসছি। দেরি করলে তো তুমি ......

-ফাইজলামি করিওনা , এতক্ষন কেউ ঘুমাই নাকি?

-সপ্ন পরীর মতই আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, নিল শাড়িতে তোমাকে পরির মত লাগে,

-আর কিছু ?

-না , আসলে তোমাকে রাগলে দারুন লাগে ।

-চল, নাস্তা করব , খিদে পাইছে।

-চল

(রেস্টুরেন্টে ঢুকেই )

-কি খাবে বল ?

-আইসক্রিম

-শিতে আইসক্রিম খাওয়া যাবে না , শরীর খারাপ করবে ।

-কিছু হবেনা ,শিত তো শেস

-না , দু জনে মিলে কফি খাব

-তুমি যা বল ,

(নিপুর ইচ্ছাতে কখনো না করে না আকাশ , এরপর চলতে থাকে তাদের আলাপচারিতা। খুনশুটি , দুস্টুমি আর ফাইজলামিতে কখন যে ২ টা বেজে গেল টের পাওয়া যায়নি )

-আজ আর ব্রেকাপ করব না , আর কিছুদিন প্রেম করি , কি বল ?

-তুমি যা বল ,

-সামনে বসন্ত , তখন ব্রেকাপ করব

-তখন বাসন্তি রঙের শাড়ি পরে আসিও

-জি না

-জি হা

-তখন দেখা যাবে

..............................................................

এটা ছিল ১১ তম ব্রেকাপ, হতে হতেও হয়না , এভাবেই চলে তাদের প্রেম , চলছে জীবন , চলছে সময় .............................................

এলারমের শব্দ শুনে ঘুম ভাংল আকাশের, ঘড়ির দিকে তাকাতেই দেখল ১২.০০ টা। কিন্তু নিপু সাথে যে ১০.০০ যেতে বলেছিল!! মোবাইল হাতে নিয়ে দেখে ১৩৬ টা মিসড কল!!! মুখে হাল্কা পানি ছিটিয়ে আর এক গ্লাস পানি খেয়ে টিশার্ট টা গায়ে দিতে দিতে বেরিয়ে পড়ল মেস থেকে। কাল রাতে জিন্স পরেই ঘুমিয়েছিল আকাশ । অগোছালো চুল যেন পাখির নিড় । রাস্তায় এসে একটা রিক্সা নিয়ে সে টি এস সির দিকে চলল। মাঘ মাস হলেও আজ বসন্তের পরিবেশ , আদ্র রোদে আলোকিত আকাশ টা আজ অনেক সুন্দর লাগছে। হেমন্ত,শীত আর বসন্ত যেন মিশে গেছে একসাথে । রাস্তায় তেমন একটা জ্যম নেই , রিক্সা জি ই সি আসতেই নিপুর চিরাচরিত রক্তচক্ষু । সব পকেটে সার্চ করে ২ টাকা পাঁচ টাকা নোট আর ৩ টে দুই টাকার নোট নিয়ে ভাড়া শোধ করে আকাশ।

-হাতে প্লাস্টিকের ফুল কেন?

-তোমার জন্য তো কাছা ফুল নিয়ে আসলে তো দাঁড়িয়ে থাকতে থাকতেই হাতে শুকিয়ে যাবে। তাই প্লাস্টিকের ফুল নিয়ে আসছি।

-কি বল ?

-নইতো কি? কোনদিন তুমি সময়মত আসছ বল?

-হুম,একবার

-সেই একবার , প্রেমের দুই বছর পূর্ণ হতে চলেছে, যাও একবার আসছে সেইবার আমি আস্তেই পারিনি .

-আসছি তো , না ?

-তোমার সকিছুতে খামখেয়ালী , আজ কে ব্রেকাপের দিনেও তুমি। দেরি করছ ,কোন সিরিয়াস নেই???

-চল হাটি

-নাস্তা করছ ?

-হুম

-কি খাইছ?

-এক গ্লাস শরবত , চিনি আর লেবু ছাড়া !

-কেন ?

-ঘুম থেকে উঠেই তো তাড়াহুড়া করে চলে আসছি। দেরি করলে তো তুমি ......

-ফাইজলামি করিওনা , এতক্ষন কেউ ঘুমাই নাকি?

-সপ্ন পরীর মতই আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, নিল শাড়িতে তোমাকে পরির মত লাগে,

-আর কিছু ?

-না , আসলে তোমাকে রাগলে দারুন লাগে ।

-চল, নাস্তা করব , খিদে পাইছে।

-চল

(রেস্টুরেন্টে ঢুকেই )

-কি খাবে বল ?

-আইসক্রিম

-শিতে আইসক্রিম খাওয়া যাবে না , শরীর খারাপ করবে ।

-কিছু হবেনা ,শিত তো শেস

-না , দু জনে মিলে কফি খাব

-তুমি যা বল ,

(নিপুর ইচ্ছাতে কখনো না করে না আকাশ , এরপর চলতে থাকে তাদের আলাপচারিতা। খুনশুটি , দুস্টুমি আর ফাইজলামিতে কখন যে ২ টা বেজে গেল টের পাওয়া যায়নি )

-আজ আর ব্রেকাপ করব না , আর কিছুদিন প্রেম করি , কি বল ?

-তুমি যা বল ,

-সামনে বসন্ত , তখন ব্রেকাপ করব

-তখন বাসন্তি রঙের শাড়ি পরে আসিও

-জি না

-জি হা

-তখন দেখা যাবে

..............................................................

এটা ছিল ১১ তম ব্রেকাপ, হতে হতেও হয়না , এভাবেই চলে তাদের প্রেম , চলছে জীবন , চলছে সময় .............................................

বিষয়: বিবিধ

১৭৭২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168849
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৫৬
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File