কে আগুন দিল পবিত্র কোরয়ান-হাদীসে

লিখেছেন লিখেছেন মানিক ০৭ মে, ২০১৩, ০৪:৫৩:৩০ বিকাল



আমার কর্মস্থল মতিঝিল এলাকায় হওয়াতে অনেক কিছু নিজের চোখে দেখার সুযোগ হয়েছে।

আওয়ামী হায়না বাহিনীর নির্মমতা

নিরস্ত্র ধর্মপ্রণ নাগরীকের উপর রাষ্ট্রীয় শক্তির নির্মম ব্যবহার

তার পর একদলীয় হলুদ মিডিয়ার একপেশে প্রচারণা

সবই দেখছি খুব কাছ থেকে।

আমি বুঝতে পারছিনা কিছুই। আমি হতবাক। আমি স্তব্ধ। আমি অস্থির।

হে আল্লাহ তুমি এর বিচার কর।

বায়তুল মোরাররমের দক্ষিন গেট ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ আর গুন্ডা গীগের দখলে। ওখানেই তারা কোরআন হাদীসে আগুন দিয়েছে। লুট করার চেষ্টা করেছে স্বর্ণের দোকান।

হাজার হাজার মানুষের লাশ গুম করে রক্তের দাগ ওয়াশার পানি দিয়ে ধুয়ে দিল, তার কোন খবর নাই মিডিয়ায়! সবাই তান্ডব খুজে ফিরছে। সব মিডিয়ার কাছে ০৫/০৫/২০১৩ ও ০৬/০৫/২০১৩ তারিখের পুলিশী এ্যাকশন আর সাধারণ মানুষের প্রতিরোধের ফুটেজ আছে। কে আগুন দিয়েছে কোরান হাদীসে তার ফুটেজও আছে ওদের কাছে। তারা তা দেখাবে না। ওরা মতান্ধ। আমাদের জন্য ওদের যোগ্যতা মূল্যহীন।

শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে। চাই প্রতিশোধ। যার যার অবস্থান থেকে কর্তব্য নির্ধারণ করে নিতে হবে। বুঝে নিতে হবে অধিকার। রাষ্ট্র শক্তি ব্যবহার করে নির্বিচার গণহত্যার বিচার হতেই হবে।

বিষয়: রাজনীতি

২১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File