মুসলমানদের ধ্বংশের একটি প্রধান কারন........

লিখেছেন লিখেছেন প্রশান্তি ৩০ মার্চ, ২০১৩, ০১:২৪:০৯ দুপুর

আমি মাত্র ত্রিশ বছর পার করলাম, বুিদ্ধে,মেধা, চিন্তায় হয়তো এখনো পূর্ণ পরিপক্কতা আসেনি কিন্তু এটুকু বুঝতে শিখেছি এই দেশ থেকে যে, একতার কোন বিকল্প নেই। এই দেশে প্রধানত দুই ধরনের রাজণীতি চলে, বামধারা এবং ডান পন্থী। এদের আবার বিভিন্ন উপধারা আছে সেদিকে যাব না। শুধু এটুকু ই বলব যে যারা বাম রাজণীতি করেন তারা ছোটখাট বিষয়ে ভিন্নমত পোষন করলেও মৌলিক বিষয়গুলোতে তারা সবসময়ই একমত। কিন্তু ডানপন্থী যারা তাদের বিষয়ে সম্পূর্ন উল্টা বিশেষ করে দাড়ি-টুপি আর ধর্ম নিয়ে যারা রাজণীতি করেন, তারা ছোট খাট বিষয়কে অনেক বড় মনে করে নিজেদের মাঝে এতবড় বিভেদ তৈরি করেন যে, এটার সুযোগ নিয়ে নািস্তকরা ইসলামের অনেক বড় ক্ষতি করে বসে। তাদের কাথাবর্তা শুনলে তো মনে হয় বাংলাদেশের কেহই মুসলমান নয়। কারন একদল আরেক দলকে কাফের/মুশরিক/নাস্তিক/বেদ্বীন ফতোয়া দিচ্ছে এমনকি এক দল অন্য দলকে নিষিদ্ধ করার জন্য চেষ্টা করে। আর এই সুযোগে দ্বীনজ্ঞানহীন মিডিয়াগুলো বিভ্রান্তি ছড়ায়। আসলে কোনটি সঠিক দল?????????

আমার স্বল্প মেধার কথা হল বামদের থেকে রাজণীতি শিখুন এরপর রাজণীতি করুন নইলে মুখে কুলুখ এঁটে বসে থাকুন। অহেতুক উল্টাপাল্টা মনতব্য করে ইসলামকে কুলষিত করে জনগনের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। এতেই বরং ধর্মের অবমাননা হয়, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলীগ জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাইজভান্ডরী, চরমোনাই, খেলাফত মজলিস, ওলামালীগ,জাতীয়তাবাদী ওলামাদল সহ বাংলাদেশে যতগুলো ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে তাদের নিজেদের জন্যই তাদের মাঝে একতা আনা আবশ্যক। বিশেষ করে এসব হুজুরদের মধ্যে বেশ কিছু বেকুব মার্কা হুজুর আছে যাদেরকে দেখলেই মনে হয় এরা টাকার কাছে ধর্মকে বিক্রয় করে দিয়ে নিজেকে নষ্ট করে চেহারা থেকে আল্লাহর নূর হারিয়েছে ফলে তারা জ্ঞান শুন্য হয়ে উল্টাপাল্টা মন্তব্য করে ধর্মের মধ্যে বিভাজন তৈরি করছে সুতরাং বাম নাস্তিকদের বিচারের আগে এসব তথাকথিত হুজুরদের বিচার করা উচিত।

বিষয়: বিবিধ

১১৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File