জয় বাংলা থেকে আল্লাহু আকবার একজন তরুণের জীবন বদলানোর কাহীনি

লিখেছেন লিখেছেন নীলকুঠির ০১ এপ্রিল, ২০১৩, ০২:০১:২৪ রাত



২০০৯ সালে যে ছেলেটি জয় বাংলা স্লোগান দিত ২০১১ এসে ছেলেটি আল্লাহু আকবার স্লোগান দিতে শুরু করল। কিন্তু কিভাবে সম্ভব হল এটা?

জানতে চান সে কাহীনি?

ঘটনা খুব লম্বা নয়।চলুন জেনে নেওয়া যাক একটি তরুণের জীবন বদলানোর কাহীনি।

ছেলেটি তখন ১৭ বছরের তরুণ মাত্র।

২০১০ সালের শেষের দিকে তার

প্রবাসী বড় ভাই তার জন্য এক খানা বিদেসি মোবাইল পাঠায়। আর ১০ টা ছেলের মতই সে মোবাইলে গান লোড করতে কম্পিউটারের দোকানে যাই।

ছোট বেলা থেকেই ধর্মের প্রতি বিশেষ টান থাকায় ছেলেটি দোকানিকে বলে গানের সাথে কিচু

ইসলামিক ওয়াজ লোড করে দিতে।

দোকানি গানের সাথে সাইদী সাহেবের দুই তিনটি ওয়াজ লোড করে দেই।

ছেলেটি বাড়িতে এসে সব সময় গানই শুনত ওয়াজ শোনার সময় কখন তার হত না।

একদিন সে কিভাবে যেন একটি ওয়াজ প্লে করল।

প্রথম থেকেই তার সাইদী সাহেবের কন্ঠ মুগ্ধ করেছিল।

এরপর সে যতই শুনছিল ততই বিমোহিত হচ্ছিল!

কিভাবে কিভাবে যেন সে ৭০ মিনিটের পুরা ওয়াজটাই শুনে ফেলল!

এই ওয়াজটা তার এত ভাল লাগছিল যে পরের গুলা সে খুব আগ্রহ নিয়ে শুনল।

সবগুলা শুনার পর সাইদী সাবেবের ওয়াজের প্রতি তার কেমন যেন একটা নেশা জন্মে গেল!

এরপর থেকে সে খুজে খুজে বাজার থেকে সাইদী সাহেবের ওয়াজ মোবাইলে লোড করে শুনত।

এভাবে কিছুদিন চলতে থাকল।

কিছুদিন বাদে ছেলেটির মতি গতি পাল্টাতে থাকল।

কেউ কিছু বলিনি অথচ নিজ থেকেই নামাজ পড়া শুরু করল।

ধীরে ধীরে গান শোনা বাদ দিয়ে দিল

এমনকি একদিন সে তার মোবাইলের সমস্ত গান ডিলিট করে দিল এরপর থেকে সে আর কখন গান শুনেনি।

তার প্রিয় দল আওয়ামীলীগের প্রতি তার অনিহা চলে আসল অথচ ২০০৯ এর নির্বাচনে এই দলটির জন্য সে কত কিছুই না করেছে।

সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস কেটে দেয়া,বিসমিল্লাহ নিয়ে হট্টোগোল আরও অনেক কারনে আওয়ামীলীগ থেকে ছেলেটির সমর্থন পুরোপরি উঠে গেল।

কারন ছোটকাল থেকেই ছেলেটির ধর্মের প্রতি বিশেষ টান ছিল।

কতিপয় হঠকারি ইসলাম বিদ্বেষী সিদ্ধান্তের কারনে ছেলেটি বরং আওয়ামী বিদ্বেষী হয়ে উঠল।

জামাত নামের দলটিকে ছেলেটি ধর্ম ব্যাবসায়ী হিসেবেই জানত।

সাইদীর ওযাজগুলি শোনার পর থেকে দলটির প্রতি ছেলেটির জানার আগ্রহ জন্মায়।

দলের সুশৃন্খল অবস্থা দেখে এ দলটির প্রতি ছেলেটির এক সময় ভালবাশা জন্মে।

জামাত শিবিরের ছেলেরা সুন্দর ব্যাবহার দিয়ে ছেলেটিকে আপন করে নেই।

কিছুদিন বাদে এই ছেলেটি জামাত

ইসলামের একনিষ্ঠ সমর্থকে পরিণত।

অন্য বিশেষ কোনো যোগ্যতা না থাকায় ছেলেটি জামাত শিবিরের সাইবার যোদ্ধা হিসেবে যোগ দেই।

এই যে ছেলেটির জীবনের আমুল পরিবর্তন জয় বাংলা থেকে আল্লাহু আকবার এত বড় পরিবর্তনের পিছনে কোন জিনিসটি প্রভাবক হিসেবে কাজ করেছে বলুন তো?

ঐ যে তার মোবাইলের ওয়াজগুলি ঐ গুলি ছিল তার জীবনের মোড় পরিবর্তনের

প্রভাবক।

সবচাইতে অবাক করা বিষয় কোনটি জানেন?

এই স্টাটাস লেখক হচ্চে সেই ১৭ বছরের ছেলেটি!

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File