ধর্মীয় অনুভূতি কি মুসলমানদের এক তরফা ???

লিখেছেন লিখেছেন এলিজাবেথ ০৩ এপ্রিল, ২০১৩, ১০:১৯:৫৩ সকাল

জনাব সম্পাদক : এই পোষ্ট আশা করি মুছে দিবেন্না। বিষয়টি নিয়ে মেধা ও যুক্তিনির্ভর প্রানবন্ত আলোচনার প্রয়োজন আছে। কথা দিছ্ছি কেউ যদি বিষয়টি নিয়ে অশ্লীল, অবান্তর, আপত্যিকর মন্তব করে তা হলে আমি তা মুছে দিব।

এটা যৌক্তিক যে , যে কোন মানুষ যে কোন কিছুতে বিশ্বাস করতে পারে এবং তার বিশ্বাসে আঘাত দেয়া অবশ্যই অন্যায়। কারো বিশ্বাস তথা ধর্ম বিশ্বাসকে খাটো করা বা অপমান করা উচিত নয়। কিন্তু বিষয়টা যদি একতরফা হয় অর্থাৎ কোন একটি নির্দিষ্ট ধর্ম বিশ্বাসীরা তাদের মূল ধর্মীয় কিতাব অনুযায়ী অন্যের ধর্ম বিশ্বাসকে স্থায়ী ভাবে অপমান করবে, সেটাকে তারা অন্যের ধর্মীয় অনুভুতিতে আঘাত মনে করবে না অথচ তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে যদি কেউ শুধুমাত্র যৌক্তিক ও বাস্তব তথ্য সম্বলিত আলোচনা সমালোচনা করে তাহলে তাদের ধর্মীয় অনুভূতিতে কঠিনতম আঘাত হয়ে যাবে , তাহলে কি তা মেনে নেয়া যাবে ?

এখন দেখা যাক অন্য ধর্ম ও ধর্মের লোক সম্পর্কে কি বলা আছে কুরানে----

১। "আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম " ।সূরা, বাইয়িনাহ,৯৮:০৬

(এ আয়াতে বলা হচ্ছে অমুসলিমরা হলো সৃষ্টির অধম)

২। "সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারকারী হয়েছে অতঃপর আর ঈমান আনেনি" সূরা আনফাল, ৮:৫৫

(এ আয়াতেও বলা হচ্ছে অমুসলিমরা হলো সৃষ্টির নিকৃষ্ট প্রানী )

৩। "অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে। কিন্তু সে যে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাঁপাবে আর যদি ছেড়ে দাও তবুও হাঁপাবে। এ হল সেসব লোকের উদাহরণ; যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শনসমূহকে। অতএব, আপনি বিবৃত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে" সূরা আল আরাফ, ০৭:১৭৬

(এ আয়াতে এবার পরিস্কার করে বলে দেয়া হয়েছে কোন রকম রাখ ঢাক ছাড়াই, যে অমুসলিমরা হলো কুকুরের মত তথা তারা কুকুরই)

৪। "তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে" কোরান ৯/২৯

(এখানে অমুসলিমদের করজোড়ে বশ্যতা মেনে নিতে বলা হয়েছে)

৫। "হে মুমিণগণ! তোমরা ইহুদী ও খ্রীষ্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ জালেমদেরকে পথ প্রদর্শন করেন না" কোরান ৫/৫১

একই স্কুলে যদি ২০ জন মুসলিম এবং ১ জন খৃষ্টান ছাত্র থাকে, তাহলে কি খৃষ্টান ছেলেটির অনুভুতিতে আঘাত লাগবে না? খৃষ্টান ছেলেটি কি তার স্কুল ক্রিকেট টিমের ক্যাপটেন হতে পারবে না? বাংলাদেশে কোন হিন্দু/খৃষ্টান কি দেশের রাষ্ট্রপতি হতে পারবে না??

বিষয়: বিবিধ

১৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File