সার্বজনীন কল্যাণে ৩০ বছর : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্যান্টনমেন্ট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ

লিখেছেন লিখেছেন আকতারুজজামান চয়ন ২৬ মার্চ, ২০১৩, ১১:৩৭:০৬ সকাল



ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ক্যান্টনমেন্ট শাখার উদ্যোগে “সার্বজনীন কল্যাণের ৩০ বছর” উদযাপন উপলক্ষে সম্মানিত গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে শাখা প্রাঙ্গনে গ্রাহক সমাবেশ এর আয়োজন করা হয়। গ্রাহক সমাবেশ এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর শরী‘আহ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য ড. হাসান মোহাম্মদ মঈনুদ্দীন। শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ আখতার হোসেন এর সভাপতিত্বে উক্ত গ্রাহক সমাবেশ এ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: শাহজালাল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: লতিফুর রহমান, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গুলশান শাখা ব্যবস্থাপক জাফর আলম, ভাইস প্রেসিডেন্ট ও মহাখালী শাখা ব্যবস্থাপক সিকদার মো: শিহাবউদ্দিন । সমাবেশ পরিচালনা করেন সেকেন্ড অফিসার ও ‍সিনিয়র প্রিন্সিপাল অফিসার যোবায়ের বিন আহাম্মদ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ব্যাংকিং র্কাযক্রমের পাশাপাশি ইসলামী ব্যাংক র্আতমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছ। তিনি বলেন, এই ব্যাংক কোন দল বা গোষ্ঠীর ব্যাংক নয়। হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান দল মত র্ধম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা দিতে ইসলামী ব্যাংক বদ্ধ পরকির। তিনি মন্ত্রীসভায় ব্যাংক কোম্পানি আইন অনুমোদন এর বিষয়টি তুলে ধরে বলনে- সরকার ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করবে না । সকল অপপ্রচার সত্ত্বেও ব্যাংকের প্রতি গ্রাহকদের ভালবাসা ও মমত্ববোধ ব্যাংককে দেশসেরা ব্যাংকে পরিণত করেছে উল্লেখ করে তিনি সকল গ্রাহকদের আন্তরিক অভিনন্দন জানান । তিনি বলেন, আগামী দিনে কোটি গ্রাহকের ব্যাংকে পরিণত করতে সকল কর্মকর্তা- কর্মচারীদের দৃঢ় মনোভাব নিয়ে কাজ করতে হবে । ব্যাংকের উন্নয়নে গ্রাহক সেবার কোন বিকল্প নাই।”

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File