ওয়ামা নাক্বামু মিনহুম-- পরাক্রমশালী ও প্রশংশিত আল্লাহর প্রতি আস্থা-বিশ্বাস স্থাপন ছাড়া তাদের আর কোন অপরাধ ছিল না--সূরা বুরুজ

লিখেছেন লিখেছেন মুকুলসরকার ১৮ ডিসেম্বর, ২০১৩, ১২:৪২:৫১ দুপুর

এক দাম্ভিক শাসক আল্লাহর স্বার্বভেৌমত্বকে অস্বীকার করে প্রতারণা নিভর্র আমলাতন্ত্রের উপর ভিত্তি করে স্বৈরতান্তিক আচরণ ও জুলুম-নিযার্রতনের মাধ্যমে জাতির জীবনকে অতীষ্ঠ করে তুলছিল। এসময় এক আল্লাহর বান্দা এসব পরিহার করে সত্য ও কল্যাণের আধার তৌহিদের (আল্লাহর একত্ববাদের) ভিত্তিতে শাসন পরিচালনার আহবান জানান। কিন্তু অত্যাচারী শাসক সে দায়ী'কে (আল্লাহর পথে আহবানকারীকে) মিথ্যা অভিযোগে মৃত্যুদন্ড দেয়। সাধারণ জনতা তখন এতে উদ্বুদ্ধ হয়ে ভীরুতা পরিহার করে তাওহীদের ওপর ইমান(বিশ্বাস) স্থাপন করে । কাপুরুষ সরকার অাতংকিত হয়ে অগ্নিকুন্ড প্রস্তুত করে গণগ্রেফতার শুরু করে ও সে অগ্নিকুন্ডে নিক্ষেপ করে তাদেরকে শহীদ করতে থাকে। কিন্তু তারা যে অগ্নিকুন্ড জ্বালিয়েছিল তা নিভানোর কোন প্রস্তুতি ছিল না। ফলে জ্বলন্ত মানুষের জ্বালানিতে সে অগ্নিকুন্ড আরো প্রচন্ডতা পায় ও বিস্তার ঘটতে থাকে একপযার্য়ে সে আগুন গোটা শহর-রাজধানীকে গ্রাস করে । ফলে জালিম শাসক ও তার আমলারাও সে আগুনে পুড়ে জাহান্নামের পথে পাড়ি জমায়। আল্লাহ তাআলা উক্ত আয়াতে সে ঘটনার দিকে ইশারা করে হুশিয়ারী উচ্চারণ করেছেন, সতর্ক করেছেন ইসলামের দুষমনদেরকে।

বিষয়: বিবিধ

১৩৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File