রক্তে ঢাকা তনু

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ মার্চ, ২০১৬, ০৭:৫৩:০১ সকাল





রক্ত এখন তনুর লজ্জা ঢাকে।

পোশাকের আবরণে শোভিত তনুর লাজুক ছবি নয়,

রক্ত ঢাকা তনুকে দেখছে পুরো দুনিয়া ।

দেখুক , তনুর এখন আর কোন বাঁধা নেই,

যুদ্ধ নেই সভ্যতার সাথে।

তনুর দিকে আর কখনও কোনদিন হায়েনারা

লালসার ফনা উঁচিয়ে ধেয়ে আসবেনা,

তনুও লজ্জায় ঘৃনায় আর মাথা লুকাবে না

বেঁচে থাকার নির্মোহ আশায় ।

তনু হত্যার মাঝে বেঁচে গেছে অথচ

কেউ দেখেনি তার দেহে হায়েনাদের বিভৎষ উৎসব ।



এখন প্রাগৈতিহাসিক কিংবা মধ্যযুগের কীর্তি শুনে শিউরে উঠিনা।

মধ্যযুগীয় বর্বরতাই এখন সভ্যতা ।

মানুষ জনপদ ছেড়ে পালিয়ে গেছে জঙ্গলে সেই কবে

আর জঙ্গলের হিংস্ররা শাসন করে জনপদ সদর্পে ।

হিংস্র শাসিত জনপদে তনুরা জন্মায় হায়েনাদের লালসার আহার্য হয়ে ।

হায়েনারা যখন তনুদের দেহ ছিড়ে খুঁড়ে খায়

মানুষ আর হায়েনাদের একাকার করে

ঈশ্বর হারিয়ে যায় হায়েনাদের মাঝে,

তা না হলে ঈশ্বরের শক্তি কিংবা অস্তিত্ব তখন কোথায় থাকে ?

বিষয়: বিবিধ

১২৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363545
২৫ মার্চ ২০১৬ সকাল ০৮:০৪
ব্লগার শঙ্খচিল লিখেছেন : রক্তাক্ত এই ছবিটি তনুর না । প্লিজ তনু বেড রুমে খুন হয়নি । এই ভুল ছবি নিয়ে কাল অনেক গুলাো পত্রিকায় লেখালেখি হয়েছে । অনুভুতি জানানোর জন্য এমন বিকৃত ছবি দিয়ে ভালবাসার পরিবর্তে অপমান করা হয় । প্লিজ ভুল ছবিটা ডিলিট করুন
363573
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:২০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : Are you mad? Why do you use the photo of a female dead nude body?? You need comments, right? OK I'm writing here something just remove this photo. We are emotional but not fool don't be a hypocrite. You don't have any right to upload this kind of dead body's photo.
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৯
301417
গাজী সালাউদ্দিন লিখেছেন : এইসব দেখিয়া আমি যে বেকুব বনে যাই!

মরার উপর খাঁড়ার ঘা দিতে ওস্তাদ আমার বোন দরদী ভাইয়েরা।
363577
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫০
আনিসুর রহমান লিখেছেন : Look like Bangladesh army are facing difficult time. Already 57 army officer were killed. Now try to controlling the army through new law. So I think it is very very important not to WHOM do this but WHY do this??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File