আ/ত্ম/ঘা/তী খে/লা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩১ জানুয়ারি, ২০১৫, ০৩:৪৪:২০ রাত

দেখি তোরা জ্বালাতে পারিস

মারতে পারিস আর কত

দেশ জুড়ে রক্ত নদী বইছে

কেমন জলের মত।

-

রাতে এখন চাঁদ দেখিনা

দিনের বেলা আঁধার নামে,

আতঙ্কিত মানুষ গুলো

ছুটছে দেখ ডানে বামে।

-

কার ইশারায় খেলছ তোরা

এমন আত্মঘাতী খেলা,

মানুষ মেরে রক্ত স্রোতে

ভাসিয়ে ভেলা কাটছ বেলা।

৩০.০১.২০১৫

বিষয়: বিবিধ

৮২২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302329
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File