সারা দেশ যেন মৃত্যুপুরি।

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৯:১৬:৫৭ রাত



সারা দেশ যেন মৃত্যুপুরি। সর্বত্র আজ সবুজ ঘাসের উপর ছোপ ছোপ রক্ত। লাল সবুজের পতাকার রক্তিম বৃত্তটি যেন সবুজের কোন চিহৃই রাখতে চাচ্ছেনা। নির্যাতিত নিপীড়িত মুক্তিকামী মানুষের রক্তে পুরোটাই লাল হবার উপক্রম। চলছে নির্বিচারে গণহত্যা। কখনো পুলিশ, কখনো র‌্যাব আবার কখনো মুজিব সেনাদের গুলিতে প্রাণ ঝরছে বনি আদমের। ক্যাম্পাসে, রাজপথে, ফাঁসির মঞ্চে এমনকি বেডরুমে ঢুকে চলছে নিরাপরাধ মানুষের রক্ত পান। হত্যার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদী মানুষেরা নিজেই হচ্ছে হত্যার শিকার। প্রতিবাদ আর নিন্দা লিখতে লিখতে কি বোর্ডের অক্ষরগুলো মূছে যাবার উপক্রম। একটি হত্যার প্রতিবাদ লেখা শেষ হবার পূর্বেই আরও ২/৩ টি হত্যার খবর পৌঁছে যায়। গতকাল বিকালে নোয়াখালির সোনাইমুড়িতে ছাত্রলীগ গুলি করে হত্যা করলো শিবির নেতা যোবায়ের হোসেনকে। তার কিছু পরেই রাতে নিজ বাসায় ঘুম থেকে ডেকে তুলে নৃশংসভাবে হত্যা করা হলো লক্ষীপুরের আপামর জনগণের প্রিয় মানুষ জামায়াত নেতা ডা. ফয়েজ আহমদকে। এমন বর্বর হত্যাকান্ডের প্রতিবাদ লেখা শেষ করার পূর্বেই খবর আসে নোয়াখালির কোম্পানীগঞ্জের গণহত্যার। এবার আর একজন বা দুজন নয়। একসাথে ছয় জন ভাইর প্রাণ কেড়ে নিল রক্ত পিপাসুর দল। এ কোন রক্তখেকো হায়েনার কবলে পড়েছে আমার স্বদেশ। বিজয়ের মাসে চলছে মানবতার পরাজয়ের মহড়া। রক্তে রক্তে দেশটা যেন রক্ত সাগর। তবওু থামেনা ওদের রক্ত পিপাসা। মানবের রক্ত পান করতে করতে হিংস্র দানবে রূপ নিয়েছে ওরা। আর কত খুন ঝরালে মিটবে ওদের এমন তৃষ্ণা । আর কত দেহ নিথর হলে তবে থামবে ওরা। হে আরশের মালিক, পরওয়ারদিগার ! মজলুমের ফরিয়াদে আজ ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ । বাতাসে ভেসে বেড়াচ্ছে তোমার বান্দাদের লাশের গন্ধ। আর কত প্রাণ ঝরে গেলে তবে শুনবে তুমি মোদের আর্তনাদ!!



--আবু সালেহ ইয়াহইয়া



বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File