সংলাপ জরুরী- একটি মুক্ত চিন্তা

লিখেছেন লিখেছেন সাইফুল্লাহ আরাফাত ১৪ মার্চ, ২০১৩, ০১:১৮:৪৪ রাত

নেলসন ম্যান্ডেলার দক্ষিণ আফ্রিকার ৯০ ভাগ মানুষ ছিল নিগ্রো আর ১০ ভাগ মানুষ ছিল শ্বেতাঙ্গ বা সাদা চামড়ার বৃটিশ। অনেক আগে থেকে বৃটিশরা আফ্রিকা শাসন করে আসছিল, পরে আফ্রিকাকে স্বাধীনতা দেওয়ার সময় ঐ ১০ ভাগ শ্বেতাঙ্গকে ক্ষমতা দিয়ে চলে এসেছিল। তখন ১০ ভাগ শ্বেতাঙ্গরা ৯০ বছর পর্যন্ত তাদের শাসন ক্ষমতা ধরে রেখেছিল। এই ৯০ বছরে তারা নিগ্রোদের উপর যে দলননীতি, অত্যাচার এবং মানবতা বিরোধী অপরাধ করেছিল তা ইতিহাসে বিরল। ৯০ বছর বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে নিগ্রোরা আফ্রিকার ক্ষমতা লাভ করে। আফ্রিকার ক্ষমতায় যাওয়ার পর শ্বেতাঙ্গদের যত দলননীতি এবং মানবতাবিরোধী অপরাধ করেছিল তার প্রতিশোধ তারা নেই নাই। এর মধ্যে উল্লেখযোগ্য যে, ঐ সময়ে নেলসন ম্যান্ডেলাকে ২৭ বছর কারাগারে রেখেছিল সাদারা। পরে নিগ্রোরা শুধুমাত্র নোবেল শান্তি বিজয়ী (1)ডেসমন টুটোর নেতৃত্বে ট্রুথ কমিশন (Truth and Reconciliation Commission) গঠন করে যে সমস্ত সাদারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের অনুশোচনার জন্য কোন রকম পুলিশি হয়রানি বা শাস্তিযোগ্য ব্যবস্থা এবং কোর্টের কোন রকম ভোগান্তিতে পরতে দেয় নাই। আজ সেই দক্ষিণ আফ্রিকা উন্নত দেশের মধ্যে একটি দেশ। কেন? তাদের মানুষদের সে রকম একটা মনোভাব ছিল তাই। তারা যে মনোভাবটা নিয়েছিল সেটা এখন আমাদের দেশের প্রত্যেক মানুষের নেওয়া প্রয়োজন বলে মনে করি। আসুন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে এক হই। দেশকে, দেশের সমৃদ্ধিকে উন্নত করি।

আর বর্তমান সময়ে যে সমস্ত মানুষ পুলিশের গুলিতে মারা যাচ্ছে, তারাতো আমাদের ভাই। তারাওতো স্বাধীন দেশের নাগরিক। তারা হয়ত কোন আদর্শের কারণে অন্য দলে চলে গেছে। আমরা কি পরিনা তাদেরকে সংলাপে বসাতে??

আমরা আর রক্ত চাই না। আমরা সবাই চাই ভাইয়ের মত থাকতে। তাহলেই গড়ে উঠবে প্রকৃত সোনার বাংলা।

আমার এই কচি লেখায় যদি কারো খারাপ লেগে যায় তাহলে কমেন্টে জানাবেন... আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।

সূত্র:

1. http://en.wikipedia.org/wiki/Desmond_Tutu

বিষয়: রাজনীতি

১৭১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File