যিলহজ্জ মাসের প্রথম ১০ দিনঃ মর্যাদা ও আমাদের করণীয়

লিখেছেন লিখেছেন এ টি এম মোনাওয়ার ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪৫:০৯ সকাল

প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ-

আশা করি সবাই আল্লাহর অশেষ দয়ায় ভাল আছেন-সাথে সাথে হিজরী বৎসরের যিলহজ্জ মাসকে স্বাগত জানাতে যাচ্ছি বিধায় সকলের জন্য তাঁর ক্ষমা ও কামনা করছি-এই যিলহজ্জ মাসের প্রথম ১০ দিন “আল-আশরুল আওয়ায়িল মিন যিল হাজ্জাহ” অর্থাৎ যিলহজ্জ মাসের প্রথম ১০ দিন হিসেবে পরিচিত-হাদীসে এসেছে আল্লাহর পথে জিহাদ থেকেও এই দশ দিনের একনিষ্ট ইবাদত অধিকতর উত্তম-আর কুরআনে এসেছে আল্লাহ্‌র পথে জিহাদ থেকে হজ্জ অধিকতর উত্তম-সুতরাং এই দশ দিনে একনিষ্টভাবে ইবাদত করা হজ্জ থেকেও উত্তম-(অবশ্য যারা হজ্জের কাজের পাশাপাশি আরো অন্যান্য ভাল কাজ করবেন তারা এগিয়ে থাকতে পারেন-এখানে প্রতিদান/ সওয়াবের বিষয়টা বিবেচনা করা হয়েছে-হজ্জ্বে বিধানে আবশ্যকতার বিবেচনায় নয়)-তাই আমাদের আর্থিক সামর্থ নেই বলে হজ্জে যেতে পারবনা ভেবে চুপ করেই বসে থাকি-অথচ কুরআন এবং হাদীসের স্পষ্ঠ ভাষ্য অনুযায়ী এটা প্রতিয়মান হচ্ছে যে আমরা আমাদের ঘরে বসে একনিষ্টভাবে ইবাদতের মাত্রা (আল্লাহর এবং তার রাসুলের আনুগত্যের মাত্রা) বাড়িয়ে দিয়েই হজ্জের থেকে অধিক উত্তম পুরষ্কার আল্লাহ্‌ কাছে থেকে আমরা পেতে পারি-আর এমন বিশাল পুরষ্কার দিতে আল্লাহ্‌ রাব্বুল আলামিন সদা প্রস্তুত-শুধু প্রয়োজন আমাদের প্রবল ইচ্ছা ও সংকল্। সম্পূর্ণ লিখাটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন।

Click this link

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268921
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
269004
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৮
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খায়ের ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File