দুঃখবিলাসী প্রবাস

লিখেছেন লিখেছেন মানিক ফেনী ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১১:৪৬ রাত

এই দূর প্রবাসে কাটে দিনগুলো কষ্টের মাজে

রাত গুলো কাটে নিঃসঙ্গ একাকী ভীষন্নতাতে,

মাজে মাজে সপ্ন গুলো দোলা দিয়ে যায় কল্পনায়

মনে পরে যায় ফেলে আসা গায়ের সৃতিগুলো।

শত ব্যস্ততার মাজেও হাসি উল্লাস থাকেনি থেমে,

আর্থিক কষ্টের আডালেও সুখময় জীবন কেটেছে।

আজ আমাদের জীবনে নেই অর্থের টানাটানি

অর্থের অপচয়ে চলছে বিলাসিতার প্রতিযোগীতা

প্রবাসীরাই দুঃখবিলাসী হয়ে উঠে দিনে দিনে

কল্পনার সপ্নডাঙ্গায় সাজাতে চাই জীবন

জীবন সেতো বাস্তবতার কল্পনার নয়

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File