সময়ের ক্ষমতা.......!!!

লিখেছেন লিখেছেন কাহাফ ২৫ মে, ২০১৫, ০৫:৫৫:৩৬ সকাল



"সময় ও আবস্হান বিবেচনায় বস্তুর মূল্যমান ও প্রয়িজনীয়তা অনুভূত হয়!

একটু গভীরে ভাবলেই তা ধরা পড়ে দৃষ্টিতে!

একজনের কাছে একেবারেই মূল্যহীন বস্তুও অন্য জনের কাছে কতই না মূল্যবান!

সম্পর্কের ক্ষেত্রেও এই সরল সমীকরণ প্রযোজ্য সমান তালে!

এক সময়ের পরম প্রিয় জনও সময়ের বিবর্তনে চরম শত্রু হিসেবে গণ্য হয়!

তাহলে কী আমরা সময় ও অবস্হার হাতে এ ভাবেই বন্দী???"

Praying Praying Praying

বিষয়: বিবিধ

১৭৪০ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322331
২৫ মে ২০১৫ সকাল ০৬:০৫
২৬ মে ২০১৫ সকাল ০৬:০৫
263685
কাহাফ লিখেছেন :
'ইমো'তে আমার বর্তমান অবস্হাই ফুটিয়ে তুল্লেন শ্রদ্ধেয় ভাই!
ধন্যবাদ ও জাযাকাল্লাহ!
322344
২৫ মে ২০১৫ সকাল ১০:৩৮
অবাক মুসাফীর লিখেছেন : কিঞ্চিত... Someone said,'মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়...'

হিউম্‌যান সাইকোলজি বদলালে অন্‌য সবকিছু বদলাতে বাধ্‌য...
২৬ মে ২০১৫ সকাল ০৬:০৬
263686
কাহাফ লিখেছেন :

যথার্থই বললেন শ্রদ্ধেয় 'অবাক মুসাফির' ভাই!
আমাদের বদলানো টা যেন কল্যাণের পথে হয়-এই দোয়া চাই!
জাযাকাল্লাহু খাইর!!
322345
২৫ মে ২০১৫ সকাল ১০:৪৬
দ্য স্লেভ লিখেছেন : মানব চরিত্র রহস্যময়। অনেক সময় বিভ্রান্ত হতে হয় চরিত্র দেখলে
২৬ মে ২০১৫ সকাল ০৬:০৮
263687
কাহাফ লিখেছেন :
এই রহস্যময় মানব চরিত্রে বিভ্রান্ত হওয়া থেকে যেন আল্লাহ আমাকে-আমাদের রক্ষা করেন!আমিন!
জাযাকাল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়!!
322356
২৫ মে ২০১৫ সকাল ১১:১৯
আবু জান্নাত লিখেছেন : দুনিটাই পরিবর্তনশীল। মানুষ ও সৃষ্টিজগত এই গুনে তৈরী। সময়ের আবর্তনে সবই পরিবর্তন হয়। তবে বিপদে ধৈর্য ধারণ করাই মানবকে উচ্চ শিখরে পৌছায়। ধন্যবাদ।
২৬ মে ২০১৫ সকাল ০৬:১০
263688
কাহাফ লিখেছেন :
এই পরিবর্তিত সময় ও দুনিয়ার সাথে আমি-আমরা যেন ধৈর্য্য ধারণ করে পথ চলতে পারি মহান রবের কাছে এই দোয়া!
সুন্দর মন্তব্যে ধন্যবাদ ও জাযাকাল্লাহ!!
322370
২৫ মে ২০১৫ দুপুর ১২:০৫
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অসাধারন বিশ্লেষণ...!!! ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৬ মে ২০১৫ সকাল ০৬:১১
263689
কাহাফ লিখেছেন :
উৎসাহময় ভাল লাগা ও মন্তব্য রেখে যাওয়ায় জাযাকআল্লাহু খাইরান!!Good Luck
322380
২৫ মে ২০১৫ দুপুর ১২:৫৩
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : পরিবর্তনশীল দুনিয়ায় বাস্তবতাকে মেনে নেয়া বুদ্ধিমানের কাজ । তবে সত্যের পক্ষে অবস্থান সবসময় নিশ্চিত করতে হবে ।
২৬ মে ২০১৫ সকাল ০৬:১২
263690
কাহাফ লিখেছেন :
পরামর্শময়ী সুন্দর মন্তব্য সঠিক পথ দেখাবে ইনশা আল্লাহ!
দোয়ার দরখাস্ত রইল শ্রদ্ধেয় ভাই!
জাযাকুমুল্লাহু খাইরান!!Good Luck
322384
২৫ মে ২০১৫ দুপুর ০১:৪৪
আফরা লিখেছেন : সময়ের সাথে সাথে মানুষ ও বদলায় তবে যে ন্যায়ের পথে থাকবে সেই বিজয়ী হবে ।
২৬ মে ২০১৫ সকাল ০৬:১৪
263691
কাহাফ লিখেছেন :
বদলে যাওয়া এই সময়েও যেন ন্যায়-কল্যাণের পথে থাকতে পারি-এই দোয়ার আবেদন হে শ্রদ্ধেয়া পিচ্চিজ্বী!!
জাযাকিল্লাহু খাইর!!
322437
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৬
শেখের পোলা লিখেছেন : বস্তুত সময়ই হচ্ছে সব কিছুর ঘটক ও খাঁটি সাক্ষী৷৷
২৬ মে ২০১৫ সকাল ০৬:১৫
263692
কাহাফ লিখেছেন :
এই ঘটক ও সাক্ষী যেন আমার বিপক্ষে না হয় সেও দোয়ার আবেদন রইল শ্রদ্ধেয় 'শেখের পোলা' ভাই!
জাযাকাল্লাহু খাইরান সব সময়!!Good Luck
322659
২৬ মে ২০১৫ বিকাল ০৪:৩৭
ইবনে আহমাদ লিখেছেন : চমতকার বর্ণনা। সময়ের বন্ধনে আমরা সবাই আবদ্ধ। অনেক অনেক ধন্যবাদ।
২৭ মে ২০১৫ রাত ০৪:৪৮
263986
কাহাফ লিখেছেন :
এই বন্ধনে যেন কলুষতা কে ছেড়ে কল্যাণে আবদ্ধ হতে পারি-সেই দোয়ার দরখাস্ত রইল শ্রদ্ধেয় ভাই!
সুন্দর মন্তব্যে জাযাকাল্লাহু খাইরান!!
১০
326854
২০ জুন ২০১৫ দুপুর ০১:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি আমার মনের কথাটাই বলেছেন, এক সময় যাকে সবচেয়ে বেশি কাছের লোক ভাবতাম, সে এখন অনেক দুরে। আপনার লিখাটা খুব ভাল লাগলো,
১৯ জুলাই ২০১৫ রাত ০৩:৫৪
272834
কাহাফ লিখেছেন :
অনেক সময়ই সামান্ন স্বার্থের কারণেই খুব কাছের মানুষ পর হয়ে যায়! এটা আনেক কষ্টের!
সুন্দর মন্তব্যের জন্যে জাযাকাল্লাহ ভাই!
১১
340324
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সময়ের পরিবর্তনের বন্যা নিজেকে না ভাসিয়ে দেই! সেই কঠিন সময়েও যেন নিজের বিবেগকে সজাগ ও সতেজ রাখতে পারি! নিজকে নিজে পবিত্র রাখতে পারি! আপনার জন্যে সেই দোয়াই রইলো যা আপনার কাম্য!
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪১
281956
কাহাফ লিখেছেন : করুণাময় আল্লাহ আপনার সুন্দর দুয়া কবুল করুন আমি স হ সবার জন্যেই!আমিন ছুম্মা আমিন!
জাযাকিল্লাহু খাইরান!!
১২
342631
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১১
আওণ রাহ'বার লিখেছেন : যেটা শুধু রবের তরে হয় সেটাই সম্পর্ক!
অন্যসব শুধুই মরীচিকা!
ধূধূ নিহারিকা.........
একদম যেনো লালবাগ কেল্লা!
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৩৮
284090
কাহাফ লিখেছেন : প্রকৃত সত্য একটা কথাই বললেন প্রিয় ভাই!
মিথ্যে মরীচিকার এই বিষয়টা যেন আল্লাহ উপলব্ধিতে দেন আমার-এই দুয়া চাই!
জাযাকাল্লাহ
১৩
350158
১৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়, সকাল বিকাল বদলায়, কারনে অকারনে বদলায়...এটাই দুনিয়ার নিয়ম। ধন্যবাদ আপনাকে
১৯ নভেম্বর ২০১৫ রাত ০৩:৫৬
290728
কাহাফ লিখেছেন :
এই বদলানো টাই অনেক সময় অসহ্যের পর্যায়ে চলে যায়,তখনই উলট-পালট হয়ে যায় নিজস্ব পৃথিবী!
চমৎকার মন্তব্যের জন্যে জাযাকাল্লাহু খাইর ভাই!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File