ছাগল এপ্রিলের পর কোন মাস মে

লিখেছেন লিখেছেন পদ্দ পাতার জল ০৭ মার্চ, ২০১৩, ০১:৩৩:৩৪ দুপুর

একদিন একজন শিক্ষক

ছাত্রকে পড়া জিজ্ঞেস করলেন-

শিক্ষকঃ বলোতো মশা কয় প্রকার?

ছাত্রঃ মশা আট প্রকার।

শিক্ষকঃ মশা আবার আট প্রকার হয়

কিভাবে ? ছাত্রঃ

১. যে মশা গায়ে বসা মাত্রই

কামড়ায়

তাকে রাক্ষস মশা বলে।

২. যে মশা দিনের বেলায়

কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে।

৩. যে মশা নাকের ভেতর

ঢুকে কামড়ায়

তাকে নমরুদী মশা বলে।

৪. যে মশা সুযোগ পেলেই কামড়ায়

তাকে সুযোগসন্ধানী মশা বলে। ৫. যে মশা কানের কাছে এসে গান

গায়

তাকে গায়ক মশা বলে।

৬. যে মশাকে থাপ্পর দিলে ফাঁক

দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট

মশা বলে। ৭. যে মশা কামড় দিলে জ্বর হয়

তাকে বিষাক্ত মশা বলে।

৮. যে মশা মশারির ভেতর

ঢুকে কামড়ায়

তাকে মূর্খ মশা বলে :

বিষয়: সাহিত্য

১২১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File