কলকাতায় ইসলামপন্থীদের সমাবেশ ||

লিখেছেন লিখেছেন শিশির ভেজা মন 'ইমন' ৩১ মার্চ, ২০১৩, ০৭:০২:২৪ সকাল

কলকাতায় ইসলামপন্থীদের সমাবেশ ||

ইসলাম ধর্মের অবমাননার

প্রতিবাদ,মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন

সাঈদীর ফাঁসির রায় প্রত্যাহারসহ একগুচ্ছ দাবিতে কলকাতায় বিক্ষোভ

সমাবেশ করেছে ইসলামপন্থী কয়েকটি সংগঠন। শনিবার ধর্মতলার শহীদ

মিনারে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন, পশ্চিমবঙ্গ সুন্নাত-অল-

জামায়াত, মিল্লি ইত্তেহাদ পরিষদ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন,

আশিকানে রাসূল কমিটি, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলসহ ১৫টি সংগঠন

বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের

রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজ্জামান অভিযোগ করে বলেন, ‘শাহবাগের

আন্দোলন থেকে বাংলা ভাষার অপপ্রয়োগ করে ইসলাম ধর্ম ও মহানবীর

অবমাননা করা হচ্ছে। এই ঘটনায় যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন

মোতাবেক কঠোর শাস্তি দিতে হবে। যে সব ব্লগার ইসলামবিরোধী কাজ

করছেন তাদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে।’

একই সঙ্গে গত 28 ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের

বিরোধিতা করা হয়েছে মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে।

সমাবেশে বক্তারা দাবি করেন, ‘সাঈদীর বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ

মিথ্যা।’ ‘সাঈদীর ফাঁসির রায় ঘোষণাকে কোরআন শরীফের ফাঁসি দেওয়ার’

সঙ্গে তুলনা করে কামরুজ্জামান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে হিন্দু

সম্প্রদায়ের ওপর যে হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই। এ ঘটনায়

যারা প্রকৃত দোষী তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে।’

পাশাপাশি বাংলাদেশে জামায়াতকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তার

প্রতিবাদেও সরব হয়েছে ওপারের মুসলিম সংগঠনগুলো।

বাংলাদেশে যেভাবে জামায়াতের কণ্ঠরোধ করা হয়েছে তা অত্যন্ত অন্যায়

বলে অভিযোগ করেছে মুসলিম সংগঠনের নেতারা। তাদের দাবি,

কোনো দেশের সরকার নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ

করতে পারে না। বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ

হাসিনার পদত্যাগের দাবি তোলা হয়। একই সঙ্গে হাসিনার সঙ্গে সহমত

পোষণ না করার জন্য ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে আবেদন

জানিয়েছে মুসলিম সংগঠনগুলোর নেতারা। পশ্চিমবঙ্গ সুন্নত আল জামায়াত

কমিটির পক্ষে আবদুল মাতিন দেলাওয়ার হোসাইন সাইদীর ফাঁসির

রায়কে প্রত্যাখ্যান করে বলেন, ‘সেদেশের সরকারের কোনো অধিকার নেই

সাইদীকে ফাঁসি দেওয়ার।’ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র

করে রাজনীতি যখন ক্রমেই উত্তাল হয়ে উঠছে ঠিক সেই সময়ে কলকাতায়

ইসলামপন্থী সংগঠনের ডাকা বিক্ষোভ সমাবেশকে ঘিরে যথেষ্ট উদ্বেগ

প্রকাশ করেছে রাজ্যের বিশেষজ্ঞ মহল।

http://www.facebook.com/songbadpotro24

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File