আবারো আমরা ফিরে পাবোতো আমাদের স্বাধীনতা?????

লিখেছেন লিখেছেন ান্নি চৌধুরী ১০ মার্চ, ২০১৩, ১০:৫০:১৪ রাত

অনলাইন নিউজে দেখলাম স্বনামধন্য সংগীতব্যক্তিত্ব এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল এর ছোট ভাইয়ের লাশ উদ্ধারের পর রাষ্ট্রের কাছে নিজের নিরাপত্তা চাইছেন তিনি। শুধু একজন সংগীতব্যক্তিত্ব বলে নয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের আন্তরিক ভালোবাসা ওনাকে ঘিরে। বর্তমানের এমন সংকটময় মূহুর্তে তিনি চরম নিরাপত্তাহী্নতার মধ্যে সময় কাটাচ্ছেন বলে মহামান্য ট্রাইব্যুনাল ওনার নিরাপত্তা নিশ্চিত করার কথা দিয়েছেন। বরাবরের মতো বুলবুল স্যারের ভাইয়ের হত্যাকান্ডের সমস্ত দায়ভার জামায়াত শিবিরের ঘাড়ে চাপিয়ে দিয়ে মহানন্দে আয়েশের ঢেকুর তুলছে এই সরকারের তৈরী খেলনা ট্রাইব্যুনাল। একে একে সকল নৃশংস কর্মকান্ড ঘটিয়ে যে নোংরা ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা তা সত্যি বিস্ময়ে বাকরুদ্ধ হবার মতোই। বগুড়ার শেরপুরে শহীদ মিনার ভাঙ্গতে গিয়ে ধরা খাওয়া যুবলীগের সেই নেতাকে মস্তিস্ক বিকৃত বলে ছেড়ে দেবার পর ও সবাইকে বুঝানোর প্রাণপন চেষ্টা করে চলেছে যে, যেসকল বর্বরোচিত কর্মকান্ড প্রতিনিয়ত ঘটে চলেছে সব দোষ বিরোধীদলের। বাঁশখালীতে সংখ্যালঘুদের উপর পৈশাচিক তান্ডব ঘটার পর আওয়ামী জ্ঞানী গুনীগণ চোখ বুজেই বলে দিলেন এটা সম্পূর্ন জামায়াত শিবিরের কারসাজি। বাঁশখালীর একজন সন্তান হয়ে প্রতক্ষ্যদর্শীদের সাথে আলাপ না হলে আমিও হয়তো অবলীলায় বিশ্বাস করতাম যে এটা জামায়াত শিবির কিংবা বিএনপির কাজ। স্বার্থের জন্য এই রক্তপিপাসু সরকার যেকোনো ধরণের হীন মানসিকতার কাজ ঘটাতে পারে এটা এখন কম বেশি সবারই জানা। অনেক কথা বলার ছিল। কিন্তু আর বাড়াচ্ছিনা। মূল কথায় ফিরে আসি। একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধাকে নিরাপত্তা দেবে এই ট্রাইব্যুনাল? এই ট্রাইব্যুনালতো নিরাপত্তা নিশ্চিত করে গজিয়ে উঠা বিষবৃক্ষের চারাদের। এই ট্রাইব্যুনাল নিরাপত্তার নিশ্চিত করে তাদের যারা বঙ্গবন্ধুর সোনার বাংলার পবিত্র মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিল। এই ট্রাইব্যুনাল রাজাকার বংশদ্ভূতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই। এ রাষ্ট্র কীভাবে একজন মুক্তিযোদ্ধাকে নিরাপত্তা দেবে আমার জানা নেই। যেখানে রাজাকারের কমান্ডাররাই রাষ্ট্র পরিচালনা করছে সেখানে মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা কোথায়? একটা চরম দুঃস্বপ্নের মধ্যে সময় কাটছে আজ আমাদের। লাখোশহীদের বিনিময়ে পাওয়া এই সার্বভৌম দেশটির ওপর আবারো নজর পড়েছে হিংস্র শকুনদের। যে শকুন পাকিস্তানী হানাদারদের চেয়েও হিংস্র। জানা নেই কোথায় গিয়ে থামবে এই নৃশংসতা। বিচলিত মন বারে বারে কেঁদে উঠে বলেঃ আবারো আমরা ফিরে পাবোতো আমাদের স্বাধীনতা?????

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File