সরকারের নতুন ষড়যন্ত্র তিন ব্লগারকে গ্রেফতার।

লিখেছেন লিখেছেন খাইরুল হোসাইন ০২ এপ্রিল, ২০১৩, ০৯:৫৬:২২ রাত

আজগুবি সংবাদ। মানুষকে বোকা বানানোর জন্যে বিশেষ করে আলেম সমাজ যারা ঐসব ব্লগার ও সরকারের গৃহিত বিভিন্ন ধর্ম্ববিরোধী আইন পাশের বিরোদ্ধে সোচ্ছার হয়েছে এবং এ ব্যাপারে আলটিমাটাম দিয়েছে ৬ এপ্রিল লং মার্চ করে ঢাকা অবরোধের হুমকি ও দিয়েছে এবং সরকার দেখতে পাচ্ছে যে তাদের বাচার আর কোন পথ খোলা নেই পালাবার ও সময় হয়ত পাওয়া যাবে না তখন সম্পূর্ণ প্রতারণামুলক কয়েকজনকে গ্রেফতার দেখানো হচ্ছে মাত্র। হয়ত ঐ তিন জনের সাথে গোপন আতাত হয়েছে যে, তোমাদেরকে আমরা ধরব কিন্তু জামাই আদরে নতুন জামাই এর সোহাগ দিয়ে গোপন স্থানে রাখব শুধুমাত্র ঐসব কাটমোল্লাদের নিবৃত্ত করার জন্যে। ব্যস, আন্দোলন একটু প্রসমিত হলেই বা কয়েকদিন যেতে না যেতে তমাদের খবর আর রাখে কে? ওইসময় তোমাদেরকে বেতনভাতা সহকারে নিজ বাসায় স্বসম্মানে পৌছিয়ে দিয়ে আসা হবে। ভয়ের কিছু নেই তোমাদের রিমান্ডের ও আবেদন জানাবে সরকারের পেটুয়া বাহিনী রিমান্ড যদ দিনই হোকনা কেন তা হবে লোক দেখানো রিমান্ডের নামে তোমাদের খাওয়ানো হবে বিরিয়ানী, খাসি মুরগি আর তাজা ভাজি করা মাছের পেটি। ঐসব বলে কয়ে দুই একজন বা তিনজনকে পাতানো গ্রেফতার দেখিয়ে সরকার আলেম ওলামাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে মাত্র। তবে সরকারের ভুলে গেলে চলবে না যে, বাংলাদেশের আলেম ওলামা আর সেই ধরনের নেই যে আগের মত একটু নরম স্বরে কথা বললেই দমে যাবে। অথবা সরকারের পাতা ফাদে অতি সহজে তারা পড়ার মোটেও সম্ভাবনা নেই। কারন তারা ভাল করেই জানে যে,আওয়ামীলীগ সরকার নিজেদেরকে একটু সুসংহত করতে পারলেই আঘাতপ্রাপ্ত বাঘের ন্যায় হামলা করে আলেম ওলামাদের সমূলে ধ্বংস করে দিয়ে দেশে রাম রাজত্ব প্রতিষ্ঠা করবে ভারতের নির্দেশ মোতাবেক। এটিও হয়ত ভারত সরকারের সেই পুরনো মুরব্বিসূলভ পরামর্শ। যা গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে এখানে বাস্তবায়িত করা হচ্ছে। তাই তৌহিদী জনতা ও আলেম ওলামাদের সতর্কতার সাথে, সাবধানে এবং ভারতের গোয়েন্দা সংস্থা "র" এর পাতানো ফাদে পা না দিয়ে নিজেদের কররণীয় ঠিক করে ঈমান আক্বিদা ও ইসলাম রক্ষায় এগিয়ে যেতে হবে। এই ধরনের ভাবা মোটেও সমীচীন হবে না যে আওয়ামীলীগ সরকার খুব ভাল হয়ে গেছে, ইসলাম ও ওয়ামায়ে কেরামদের তারা সম্মান করতেছে বা তাদের হাতে ইসলাম ধর্ম নিরাপদ? কারণ আওয়ামীলীগের চারপাশে এখন যারা অবস্থান করছে বিশেষ করে শেখ হাসিনার আশে পাশে যারা আছে তাদের প্রায় সকলেই নাস্তিক বাম ঘরানার লোক। যাদের কাছে ইসলাম শব্দটি খুবই মারাত্মক এক পরিভাষা তারা মোটেও ইসলাম ও ইসলামের সাথে সম্পর্কিত সবকিছু সহ্য করতে পারে না। একটু খেয়াল করলে বুঝতে পারা যায় যে, ইসলামের বিরোদ্ধে ব্লগে লেখার কারণে যাদেরকে সরকার গ্রেফতার করেছে তাদেরকে মিডিয়ার সামনে উপস্থিত করার সময় ঐসব ব্লগারদের চেহেরাতে ভয়ের কোন চিহ্নই ছিলনা। যেন মিডিয়াতে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছে তারা। আর গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য কয়েকটি কম্পিউটার সামনে রেখে মানুষকে বোকা বানানোর পায়তারা করছে মাত্র। হয়ত বা ঐসব লোক যাদেরকে ডিবির সদস্যরা গ্রেফতার দেখিয়েছে তারা কম্পিউটার চালাতেও জানে না। তারা আসল ব্লগার কিনা সেই ব্যাপারে মানুষ এখন ও সন্দিহান। কারন যারা সরাসরি নিজেদেরকে নাস্তিক দাবি করছে এবং ব্লগে স্বঘোষিত নাস্তিক হিসেবে ইসলামের বিরোদ্ধে লিখেই যাচ্ছে সেই ইমরাম, আসিফসহ রাঘব বোয়ালদের সরকার জামাই আদরে পুলিশি পাহারাই রাখছে। সরকারের সদিচ্ছা থাকলে তারা এতদিন কেন তাদের গ্রেফতার করে নি এবং ঐসব স্বঘোষিত নাস্তিকদের কেনই বা সরকার গ্রেফতার করছে না? তাই সাবধান হতে হবে যাতে সরকারের পাতানো ষড়যন্তের জাল্ব আমরা কেউ না পড়ি। বিশেষ করে আলেম সমাজের এ ব্যপারে সতর্ক থাকতে হবে।

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File