বাঁশেরকেল্লা একাই একশ !!!!

লিখেছেন লিখেছেন শাহীনুর আলম ০৪ মার্চ, ২০১৩, ০৬:২০:৫১ সকাল



হলুদ মিডিয়া নামটা মাঝে মাঝে শুনতাম আর ভাবতাম মিডিয়া আবার হলুদ হয় কেমনে ?তার আবার কালার আছে নাকি ?একসময় খুব চিন্তায় পরে গেলাম তখন ছোট বেলা বি ,টি ,ভি তে দেখা একটি ধারাবাহিক নাটকের কথা মনে পড়ে গেল নাটকটির নামছিল বারো রকমের মানুষ্ |যখন নাটকটি শুরু হত তখন ভাবতাম মানুষ তো দেখতেছি আমাদের মতই,আবার বারো রকম হয় কি করে ?সে রকম চিন্তার মত হলুদ মিডিয়া ও আমার কাছে লাগছিল |এবার সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্তিতি ও সত্য খবরের আর মিথ্যা খবরের পার্থক্কের জন্য বোধগম্য হতে শুরু করলো হলুদ মিডিয়া কি |

বাস্তবতা ও আমাদের টি ,ভি চ্যানেল ,পত্র পত্রিকা সাথে কোনো মিল নেই |হলুদ মিডিয়ার সাংবাদিকতার বৈশিষ্ট গুলু যদি আমরা দেখি তাহলে বুজতে পারব তারা হলুদ কিনা |

১. সাধারণ বিষয়কে ভয়ানকভাবে শিরোনাম দেয়া |

২.ছবির সাথে অকল্পনীয় বিষয়ের বেবহার|

৩.ভুয়া সাক্ষাত্কার ,নিজের লোকজন দিয়ে টক শো,তথাকথিত সবজান্তাদের দিয়ে ভুয়া বিশদগার রচনা |

৪. স্রুতের বিপরীতে গিয়ে পক্ষপাতিত্তের মাধ্যমে নিজেদের মতামতকে প্রাধান্য দেয়া |

৫.কোনো একটি বিশেষ গুষ্টির জন্য কাজ করা এবং সিন্ডিকেট নিউজ |

বর্তমানে আমরা বাংলাদেশের হলুদ মিডিয়াদের দেখলে মনে হয় তারা তাদের বাবা হলুদ মিডিয়ার জনক পুলিতজার হাস্টকে ও হার মানিয়ে ফেলেছে !বাংলাদেশে যখন সাধারণ মানুষ্ নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে লড়ছে আর শহীদ হচ্ছে একের পর এক তখন হলুদ মিডিয়া গুলু জামাত শিবিরের তান্ডব বলে চালিয়ে দিচ্ছে !

তারই বিপরীত ধারাতে সত্য প্রকাশ ও মিনিটে মিনিটে দেশের বর্তমান পরিস্তিতির খবর দিয়ে যাচ্ছে ফেসবুকের একটি পেজ বাশেরকেল্লা আর তার সাথে ঘুম হারাম হয়ে যাচ্ছে মিডিয়া মাফিয়াদের |বাকশালী সরকার এই পেজটা বন্ধ করে ও ক্ষান্ত হয়নি|কিন্তু আল্লাহর ইচ্ছা আর সেদিনই ফিরে আসলো আর মাত্র দু -তিন সপ্তায়ে তাদের ফ্রেন্ড হয়ে গেল লাখের উপরে !ধন্যবাদ দিতে হয় তাদেরকে ও যারা মোবাইল কেমেরা দিয়ে ফটো ,ভিডিও পাটিয়ে সত্য প্রকাশে সাহায্য করছেন |হয়ত ফেইসবুক ,টুইটার না থাকলে আজ ও সম্ভব হতনা হলুদ মিডিয়া কি |আর সব জন্ডিস ওয়ালাদের গাত্রদায় হয়ে গেল বাশেরকেল্লা নামক সংগ্রামী পেজটি |

বাশেরকেল্লা তুমি

বেচে থাক বীর তিতুমীরের মত সংগ্রামী চেতনায় |

বিষয়: বিবিধ

১৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File