স্বাধীন হবার পরে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৫ আগস্ট, ২০১৩, ১২:৪৭:১৯ দুপুর



স্বাধীন হবার পরে

স্বাধীনতা হয়েছে চুরি ঘরে-বাইরে-শহরে

হায়েনা সেনা গেছে চলে

তবু আগুন, বুকের মাঝে আগুন উঠছে জ্বলে!

রাজাকারের হাতে মন্ত্রণালয়

লোকের কাছে যন্ত্রণালয়!

মুখে হাহাকার

চোখে অন্ধকার

চৌদ্দই ডিসেম্বরের পর এখানে আলোর অভাব

তাই অন্ধকারের সাথে বেশ ভাব

এক মিনিট দাঁড়ান ভাই!

শহীদ মিণারে দাঁড়িয়ে কাঁদতে চাই

ব্যর্থ মুক্তিযোদ্ধাদের স্মরণে

কি লাভ হলো তাদের মরণে

তরবারী গেছে নকল হাতে, আসল হাতে খাপ

কার সাধের ছেলে, কারে ডাকে বাপ!

দেখে দেখে ষড়যন্ত্র, পুরানো প্রাসাদ

আমি ক্লান্ত, দেহে অবসাদ

নিতে পারি নি বেঈমানির শোধ

আমি না নায়ক না নির্বোধ

না হলাম নবাব, না নাবিক

এমনই এক পাবলিক

যার কথা কেউ শোনে না

মানুষ বলে কেউ গোনে না!

যেন পড়ে আছি অন্ধকার অরণ্যে

বিদায়ের অপেক্ষায়, মরার জন্যে

গরুর মৃত্যুতে শকুনের আনন্দোৎসব

‘বায়ান্ন বাজার তেপ্পান্ন গলি’তে সবই সম্ভব!

অন্য অক্ষরে অনেক অক্ষমতা লেখা থাক

ক্ষমতার ডালে বসেছে কাকের ঝাঁক

বিশ্রী কাকের ধরা জয়

কোকিলের পরাজয়!

এসব তো আমরা দেখেছি

ছিঃ ছিঃ ছিঃ ছিঃ

আমি ধণুকের মতো বাঁকা হয়ে আছি

নিশানায় পৌছে যাবো ঠিক

একজন ভালো তীরন্দাজ পেয়ে গেলে

হয়তো অনেকেই পেয়ে যাবো দিক!

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File