ডোড়া কাটা দাগ দেখে বাঘ চেনা যায় আর মূখের বানী শুনে ---- চেনা যায়,বলেন তো উনি কে ?

লিখেছেন লিখেছেন তমাল২০১৩ ২১ জুলাই, ২০১৩, ০৫:১৯:০১ বিকাল

বানীঃ ১

নৌকা মার্কায় ভোট দিব দশ টাকায় ভাত খাব।

বানীঃ ২

"দেবর আর ভাবীকে" (খালেদা-এরশাদ) একসাথে শেরাটন হোটেলের রুম থেকে বের হতে দেখা গেছে।

বানীঃ ৩

তত্ত্বাবধায়ক সরকার প্রধান লতিফুর রহমান প্রেসিডেন্ট হচ্ছেন এই গুজব ছড়িয়ে পড়লে উনি বলেছিলেন "লতিফুর রহমানকে উনি রা্ষ্ট্রপতি বানাতে চান, না অন্য কোন পতি বানাতে চান সেটাইতো পরিস্কার নয়"।

বানীঃ ৪

"যুদ্বের সময় উনাকে (খালেদা) পাকিস্তানী আর্মিরা ধরে নিয়ে তিন রাত বন্দী করে রেখেছিল,এবং আর্মি ব্যারাকে রাত কাটানোতে জিয়া তাকে তালাক দিতে চেয়েছিলেন।তখন আমার বাবার (মুজিব) মধ্যস্তায় তার সংসার রক্ষা হয়েছিল।" (একই কথা তৎকালীন আওয়ামি সাংসদ অধ্যাপিকা পান্না কায়সার সংসদে দাঁড়িয়ে সদম্ভে দেশবাসীকে শুনিয়েওছিলেন )।

বানীঃ ৫

'গুলশানের বাসায় গভীর রাতে সাকা চৌঃ খালেদার কাছে গিয়েছিলেন কেন"। এসব আরও কত কি ! তো, এই সেই সাকা চৌঃ, যাকে বছর দেড়েক আগে স্বর্ণের চোরাচালানকারি হিসেবে মন্তব্য করায় সাকা চৌঃ উত্তর দিয়েছিলেন " দেশে এত সোনা থাকতে আমার সোনা নিয়ে ---- কেন এত টানাটানি"।

বানীঃ ৭

বিরোধীদলীয় নেত্রী মাওলানা শফীর তেঁতুল হতে চাইলে কিছু বলার নেই ।

বানীঃ ৮

আমি হয়তো আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন”।

বানীঃ ৯

আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে”?

বানীঃ ১০

আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয়।

বানীঃ ১১

“রানা প্লাজার মালিক স্থানীয় যুবলীগ নেতা বলে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। আমি সাভারের যুবলীগের কমিটির নাম নিয়ে এসেছি। সেখানে রানার নাম নাই।

বানীঃ ১২

"মাঝের মধ্যে হরতাল হওয়া ভালো, জনগণ ছুটি পায়"- নিউইয়র্কে সংবাদ সম্মেলনে

বানীঃ ১৩

"আমরা ছেলের বউ ইহুদি নয়, সে খ্রিস্টান। ইহুদি অবশ্য কামাল সাহেবের (ড. কামাল হোসেন) মেয়ের জামাই।"

বানীঃ ১৪

"সরকারের পক্ষে বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয়"

সাগর রুনি হত্যাকান্ডের পর

বানীঃ ১৫

"আওয়ামীলীগে দাড়ি-টুপিওয়ালা সবচেয়ে বেশী, আওয়ামীলীগের সমর্থকরা নামাজও পড়ে বেশী"- শেখ হাসিনা

বানীঃ ১৬

“ কোটা প্রথা নিয়ে আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।”

http://www.somewhereinblog.net/mobile/blog/chorompotro5/29273957

http://www.youtube.com/watch?v=6tx7EJHxHS8

http://www.w2.amardeshonline.com/pages/details/2013/07/17/208538#.UeujDqy0Ea8

http://plugnplaybd.blogspot.com/2011/10/blog-post_5298.html

http://blog.seudolab.com/13584

http://www.somewhereinblog.net/blog/sho007/29856539

বিষয়: বিবিধ

২২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File