একজন নবীন ডাক্তারের দায় স্বীকার!

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৪ মে, ২০১৪, ০৮:১৮:৫৭ রাত



আপুর প্রচণ্ড ঝাড়ি খেয়ে ঘুম ভাংলো।

তোকে ব্রাদার ডাকলে কেমন লাগবে বলতো? আদর করে বলল না একদম বাঁজখাই গলায়। এতে আমার মত ঘুমকাতুর ছেলেরও ঘুম হাওয়ার ফানুস হয়ে গেল।

ইন্টার্ন আপুর ভয়াবহ ঝাড়ি। মনে করার চেষ্টা করছি কি ঘটল। স্বপ্ন নাকি বাস্তব? আবছা আবছা মনে পড়ল।

বন্ধু কল দিয়ে বলল দোস্ত একটু হাসপাতালে আয় আমার বন্ধু এখানে ভর্তি হইছে প্রচন্ড পেটব্যথা। তখন কাঁচা ঘুম।

বললাম দোস্ত আমি ঘন্টাখানেক পরে যাচ্ছি।

আচ্ছা তাহলে আমার সামনে একজন সিস্টার আছে তাকে একটু বলে দিলে তাড়াতাড়ি হত।

ঘুমে কিছুই বুঝছিলাম না। কষ্ট করে বললাম সিস্টার একটু দেখেন তো।

আর সেই ঝাড়ি।

একজন গ্রামের লোক আমাদের মত শিক্ষিত নয় তারা অনেকক্ষেত্রেই সহজ সরল মানুষ। তারা জানে এখন চাচা ফুফাকে আংকেল বলা হয় কিংবা খালা ফুফু কে আন্টি তো তারা যদি বোন মনে করে সিস্টার বলে তবে মন খারাপ করার কিছু নেই। আর যেহেতু হাসপাতালে একটা সিস্টার সম্প্রদায় আছে তাই আপনার খারাপ লাগছে হুম খারাপ লাগা স্বাভাবিক প্লিজ একবার হাসিমুখে বলুন ভাই বা চাচা আমাকে সিস্টার না ডেকে আপু কিংবা ম্যাডাম ডাকুন আমার বিশ্বাস তারা ডাকবে এখানে কেউ আপনাকে ইরররিটেট করতে আসে নি চিকিৎসা নিতে এসেছে অসহায় অবস্থায় প্লিজ চিন্তা করুন রোগী আপনার রক্তের আত্মীয় আপনি প্রথমেই ঝাড়ি দিয়ে তার অসহায়ত্ব কে আরো বাড়িয়ে দিলে তার কতটা খারাপ লাগবে একবার ভাবুন। অহংকারী না হয়ে রোগীকে ভাই বা বোন ভাবুন। একসময় এরাই আপনাদের সেবার আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিবে।

আল্লাহ আমাকে যাবতীয় অহংকার থেকে রক্ষা কর।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221557
১৪ মে ২০১৪ রাত ০৮:৫৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সিস্টার ডাকলে দোষ কি তাতে। তার বাংলা তর্জমা করে নিলেই তো হয়।
১৪ মে ২০১৪ রাত ০৯:৫৭
169030
ডাঃ নোমান লিখেছেন : হুম! যদি খারাপ লাগে সুন্দর ভাবে বললেই হয়।
221577
১৪ মে ২০১৪ রাত ০৯:২৮
আবু আশফাক লিখেছেন : ডাক্তারকে নার্স ডেকে মহা(!) অন্যায় করাতেই এই ঝামেলা!!
১৪ মে ২০১৪ রাত ০৯:৫৮
169031
ডাঃ নোমান লিখেছেন : হুম। ইগোটা এত বেশী!
221580
১৪ মে ২০১৪ রাত ০৯:৩৫
দ্য স্লেভ লিখেছেন : তার থেকে ডাকাডাকি না করে মটকা মেরে পড়ে থাকাই ভাল Happy
১৪ মে ২০১৪ রাত ০৯:৫৯
169032
ডাঃ নোমান লিখেছেন : তাই তো দেখছি।
221713
১৫ মে ২০১৪ সকাল ১০:৩১
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সেবামূলক পেশায় অহংকার সাজেনা।
স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ Happy Rose Rose
221724
১৫ মে ২০১৪ সকাল ১১:০৮
আওণ রাহ'বার লিখেছেন : ধন্যবাদ অনেক ধন্যবাদ।
221742
১৫ মে ২০১৪ সকাল ১১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশ,থাইল্যান্ড,সিঙ্গাপুর ও ভারতের হাসপাতাল দেখার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের ডাক্তার ও নার্সদেরকেই দেখেছি সবচেয়ে অহংকারি যদিও ব্যাতিক্রম আছে। অনেকে বলেন বাংলাদেশের ডাক্তাররা নাকি বেশি চাপে থাকেন। কিন্ত আমার অভিজ্ঞতা থেকে বলছি এই চাপ তাদের নিজেদেরই তৈরি। অর্থের জন্য অতিরিক্ত পরিশ্রম করে থাকেন তারা। আমি একজনকে চিনি যিনি পিজির বিভাগিয় চেয়ারম্যান ছিলেন বিশেষ ইমার্জেন্সি ছাড়া শুক্র-শনি বার কোন ডাক্তারি করেননা। অথচ তিনি খুবই সচ্ছল। তিনি বলেছেন যে জুনিয়র থাকার সময়ও তিনি ছুটির দিন ছুটিতেই থাকতেন এবং পরিবার ও সামাজিক ক্ষেত্রে সময় দিতেন।
221780
১৫ মে ২০১৪ দুপুর ০১:০০
প্রবাসী আশরাফ লিখেছেন : ডাক্তারদের এই অযাচিত আচরনের কারনেই সমাজে ডাক্তারদের কষাই বলে অভিহিত করা হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File