নোয়াখালীর নিঝুমদ্বীপ,গাজীপুর,ফরিদপুরের ভিজিটর ও ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।

লিখেছেন লিখেছেন জেদ্দাবাসী ০৫ অক্টোবর, ২০১৩, ০৮:১৯:০৮ রাত



এই মূহুর্তে ৬৯ জন ব্লগার, ২৯৭জন ভিজিটর আছেন।

এই অবুঝ বাচ্চাদের মুখের দিকে তাকালে কার না মায়া লাগে, তাই 'রহস্যময় পৃথিবী'র ফেস বুক থেকে শেয়ার করলাম।যদি সচেতন কারো নজরে পড়ে বা চিনতে পারেন দয়া করে অসহায় বাচ্চাদের স্বজনদের খুঁজে এগিয়ে আসার বিনীত অনুরুধ করছি।

"অনুগ্রহপূর্বক বিষয়টি এড়িয়ে যাবেন না ... আপনার একটি শেয়ারই খুঁজে দিতে পারে এই পথহারা পাঁচ শিশুর স্বজন! সারাক্ষণ 'মা মা' বলে কাঁদছে শিশুটি। সবার মধ্যে মাকে খুঁজে ফিরছে সে। বয়স আনুমানিক আট মাস। ১০ দিন আগে উত্তরা এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। আট বছরের শিশু সীমাকে গত ১৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। সে পুলিশকে জানিয়েছে, তার বাবার নাম মাহফুজ। বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপে। ১৩ বছরের আশাকে ১৯ সেপ্টেম্বর মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। তার বাড়ি ফরিদপুরের আলব্দীপুরে, তার বাবার নাম লুৎফর। গত ৩১ জুলাই পল্টন এলাকা থেকে উদ্ধার করা হয় দুই বছরের আরেকটি মেয়ে শিশুকে। সে তার নাম-পরিচয় বলতে পারে না। গত ২১ সেপ্টেম্বর রমনা এলাকা থেকে উদ্ধার করা হয় শামীম নামের আট বছর বয়সী এক ছেলেকে। সে জানিয়েছে, তার বাড়ি গাজীপুরের কোনাবাড়ী এলাকায়। তার মায়ের নাম শাহনাজ। আট মাস বয়সের নাম না জানা এ শিশু মায়ের কোলে থেকে হাসিমুখে খেলাধুলা করার কথা তার। কিন্তু সে এখন রাজধানীর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে। তার মতো আরো চারটি শিশু এখন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। পথহারা এ শিশুদের ফিরিয়ে দিতে স্বজনদের খুঁজছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সন্ধানপ্রার্থীদের ভিকটিম সাপোর্ট সেন্টার, তেজগাঁও থানা কমপ্লেক্স, মোবাইল ০১৭৪৫-৭৭৪৪৮৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে"

সুত্র: রহস্যময় পৃথিবী (Mysterious World)

হে আল্লাহ, বাচ্চাগুলির স্বজনদের মিলিয়া দাও।

যাজাকাল্লাহ খায়ের

বিষয়: বিবিধ

১৮৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File