চাই ধুলো মাখা পথ যার পথিক হবো আমরা

লিখেছেন লিখেছেন জাগো বিবেক ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৪৬:১৩ দুপুর

স্কুল লাইফ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় "যেমন খুশি তেমন সাজো' নামে একটা খেলার অংশ থাকতো। এখানে প্রতিযোগিরা কেউ রাজাকার, কেউ মুক্তিযোদ্ধা, কেউ পুলিশ , কেউ নেতা ,কেউ চোর, কেউ তোষামোদ কারী, কেউ ষড়যন্ত্র কারী , কেউ সমাজ সেবক ,কেউ আর্দশ শিক্ষক,কেউ বিবেক যে যার ইচ্ছা মতো সাজতো। তবে সবসময় রাজাকার, মুক্তিযোদ্ধা,ষড়যন্ত্র কারী,তোষামোদ কারী, চোর যারা সাজতো তারই প্রথম হতো। আজ বাস্তব জীবনে তাই সত্য হচ্ছে। আজ রাজাকারেরা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী বনে যায়।, ৭১ এর মুক্তিযোদ্ধারা তথা কথিত ২য় মুক্তিযোদ্ধাদের কাছে নব্য রাজাকার হয়ে যায়। দাড়ি টুপি পারলে রাজাকার অথবা জংগী আর কোট পারলে হয়ে যায় মুক্তিযোদ্ধা (রাজাকার হলেও). আমি নাস্তিক হাতে পারি তাই বলে কোনো ধর্ম কে যা খুশি তাই বলে আঘাত করবো এবং সেটা কোনো রাষ্ট্র মেনে নেবে সেটা হওয়া উচিত না। এবং কোনো ধর্ম কে কুরূচি পুর্নু ভাবে আঘাত করে মারা গেলে তাকে রাষ্ট্র্রীয় ভাবে ২য় প্রজ্ন্মেয়ের মুক্তিঝদ্ধা ঘোষণা করে তার নাম মনুমেন্ট হবে এটা কি ভাবে মেনে নয়া যায়?

বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই নাকি সমবব তাই বলে আরেকটা দেশের ইশারায় আমার দেশ চলবে তার জন্য কি ৭১ এ মুক্তিযুদ্ধ হয়ে ছিল?তাহলে আজ আমি বলবো ৭১ এ রাজাকার রা ঠিক কাজ করে ছিল।তাহলে আমি যদি বলি মুক্তিযোদ্ধা দের ফাসি চাই , সেটা কি আমার অন্যয় হবে? আমার রক্তের যে ৫ জন মুক্তিযুদ্ধ করে ছিলো তাদের ও ফাসি চই। না এটা আমার অন্যায় হবে। আমি প্রতিবাদ করতে চই সব রাজাকারের ফাসি চই হোক সে মন্ত্রী,এমপি। আমি বলতে চই ভারতের টাকায় শাহাবাগের তথা কথিত তরুনের তারুন্য বনধ করা হোক। যে তরুণ রা ঘোষণা করে সকাল বিকাল মানুষ জবাই করার। শাহাবাগে রাতের অন্ধকারে যা হয় তা বন্ধ হোক।আমি চাই সুন্দর একটা ধুলো মাখা পথ যার পথিক হবো আমরা সাধারণ মানুষ। আমি চাই প্রকৃত তারুন্যের শাহাবাগ যেখানে সাধারণ মানুষের পদ ভারে উচ্ছারিত হবে সকল অন্যায় নিপাত যাক,শান্তিই হোক মূলমন্ত্র।

বিষয়: বিবিধ

১৪৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File