অবিকৃত

লিখেছেন লিখেছেন egypt12 ২৫ মে, ২০১৫, ০৫:০৩:১৩ বিকাল



আমি তো কখনই তোমাকে আমার

দূর্বলতা হিসেবে চাইনি,

কিন্তু এক মুষল বৃষ্টির বিস্বাদ ভোর পেরিয়ে,

সত্যি! তোমাকে পাইনি।

.

সেই না পাওয়ার যন্ত্রনায় গুমরে কেঁদেছে এই মন-

কেঁদেছে এই সত্ত্বা,

আমার চেনা মেয়েটি তুমি নও

সে নিশ্চয় করেছে আত্মহত্যা।

.

সেই চেনা মুখ- কতবার দেখলাম! হৃদ দর্পণে-

কারণ বা অকারণে,

তবু বদলে যাওয়া তুমিকে দেখতে চাইনা-

রাখতে চাইনা স্বরণে।

.

জানি পৃথিবী অনেক স্বার্থপর, ঠিক তোমার মত-

একচুলো নয় কম,

তবু আমার পৃথিবী আমার মত-

আজো আছি সেই সে প্রিয়-তম।

.

২৪/০৫/২০১৫

বিষয়: সাহিত্য

১১৫৫ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322408
২৫ মে ২০১৫ বিকাল ০৫:০৭
মিকি মাউস লিখেছেন : তবু বদলে যাওয়া তুমিকে দেখতে চাইনা-

রাখতে চাইনা স্বরণে।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
263556
egypt12 লিখেছেন : Tongue Tongue Tongue
322412
২৫ মে ২০১৫ বিকাল ০৫:৪২
দুষ্টু পোলা লিখেছেন : মিকি মাউস লিখেছেন : তবু বদলে যাওয়া তুমিকে দেখতে চাইনা-

রাখতে চাইনা স্বরণে।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
263558
egypt12 লিখেছেন : দুষ্টু পোলা কিছু লিখবে না Waiting
322416
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আর কত তোমাকে নিয়ে হবে কবিতা উপন্যাস
আর কত তোমাকে নিয়ে কাটবো ঘাস Broken Heart Broken Heart
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
263559
egypt12 লিখেছেন : আমি জানি না;
হয়তো কেউ জানে না। Tongue
322417
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৮
অবাক মুসাফীর লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন :
আর কত তোমাকে নিয়ে হবে কবিতা উপন্যাস,
আর কত তোমাকে নিয়ে কাটবো ঘাস... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
263560
egypt12 লিখেছেন : মুসাফীর সাহেব কিছু কিইতেন্ন!? Crying
322429
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
অবাক মুসাফীর লিখেছেন : আইচ্ছা কই, আমার এইসব ছ্‌যাকা খাওয়া আমি তুমি পোষায় না... Sad
২৬ মে ২০১৫ সকাল ১১:৫৯
263738
egypt12 লিখেছেন : বুইজ্জালাইছি... Love Struck
322433
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০১
শেখের পোলা লিখেছেন : নড়া চড়া না করে প্রীয়তম হয়েই থাকুন৷ ধন্যবাদ৷
২৬ মে ২০১৫ সকাল ১১:৫৯
263739
egypt12 লিখেছেন : নাহ আর নয় Tongue
322457
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছ্যাঁকা ছ্যাঁকা ব্যাঁকা হয়ে যায়....
২৬ মে ২০১৫ দুপুর ১২:০০
263740
egypt12 লিখেছেন : কবির চিন্তা এটা...কবির উপর প্রযোজ্য নহে।
322493
২৫ মে ২০১৫ রাত ০৯:০৯
আবু জান্নাত লিখেছেন : আমার চেনা মেয়েটি তুমি নও
সে নিশ্চয় করেছে আত্মহত্যা।

ছ্যাঁকা খাইছেন বুঝি!
২৬ মে ২০১৫ দুপুর ১২:০০
263741
egypt12 লিখেছেন : কবির চিন্তা এটা...কবির উপর প্রযোজ্য নহে। Frustrated
322554
২৬ মে ২০১৫ রাত ০২:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জটিল!!
২৬ মে ২০১৫ দুপুর ১২:০০
263742
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৪০
263819
egypt12 লিখেছেন : কি শেষ ভাই/আপা?
১০
322597
২৬ মে ২০১৫ সকাল ১০:১৪
পুস্পগন্ধা লিখেছেন :
বদলে যাওয়া তুমিকে দেখতে চাওয়াই ভাল, স্বরণে না রাখাই ভাল। আর কত বদলে যাওয়ার সাথে তাল মিলাবেন......

২৬ মে ২০১৫ দুপুর ১২:০১
263743
egypt12 লিখেছেন : হুম ঠিক পরামর্শ Love Struck
১১
322602
২৬ মে ২০১৫ সকাল ১০:৫৮
হতভাগা লিখেছেন : Cap. Sekamycin 500mg

1 + 1 + 1 + 1 (খাবার আগে) চলবে
২৬ মে ২০১৫ দুপুর ১২:০১
263744
egypt12 লিখেছেন : তিন বেলা খাই চার বেলা নয়... এক্ষেত্রে ডোজ কি হবে?
২৬ মে ২০১৫ দুপুর ১২:১০
263746
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রথম দফা শেষ....
২৬ মে ২০১৫ দুপুর ১২:৪৫
263753
হতভাগা লিখেছেন : খাবার ৩ বেলা খান বা ১ বেলা , ঔষধের ডোজ একই থাকবে । খালি পেটে এই ঔষধ ভাল কাজ করবে ।

এর সাথে Tab. Dormicum 7.5mg প্রতি রাতে ১ টা করে খাবেন শুতে যাবার ঘন্টা দুয়েক আগে - এভাবে ২-৩ সপ্তাহ। ঘুমও হবে আর টেনশনও লাঘব হবে - ইন শা আল্লাহ।
২৬ মে ২০১৫ বিকাল ০৫:৩৯
263818
egypt12 লিখেছেন : আইচ্ছা Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
263825
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা দেখি ছ্যাঁকা খাওয়া রুগীকে....দিতাছে!!! আশা করি ভবিষ্যতে রুগীর সংখ্যা শূন্যের খোটায় নেমে আসবে Crying Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File