আমাদের একজন রহস্যময় কাগু এরশাদ

লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ২৬ অক্টোবর, ২০১৩, ১২:৩৫:৪৫ দুপুর

আওয়ামীলীগ এর সাথে এরশাদ জোটে থাকবে না এই ঘোষনার পর আওয়ামীলীগ এর হা-হুতাশ এতই চরম পর্যায়ে পৌঁছে গেলো যে, আওয়ামীলীগ ভারতকে বলল দাদা ডুবে গেলাম, বাঁচান। কাগু এরশাদ তো চলে গেলো, ডুবে গেলাম, এবারের মতো বাঁচান।

ব্যস দিল্লির দাদারা তাদের দালালদের রক্ষার্থে কাগু এরশাদ কে ডাক পাঠালো। তাই দিল্লির দাদাদের ডাকে নভেম্বরের প্রথম সপ্তাহে ভারত দৌড় দিচ্ছেন কাগু এরশাদ।

হয়ত খুব শিঘ্রই শুনব কাগু এরশাদ বলছেন, না আপাতত আছি মহাজোটে, বিএনপি নির্বাচনে না এলেও আলাদা নির্বাচন করব।

কাগু এরশাদ এমন একজন মানুষ যিনি "যে পাঁতে খান সেই পাতেই হাঁগেন"। কথা বলেন মুখ দিয়ে না কি অন্য কোথাও দিয়ে বলেন তা নিজেও বোধহয় বোঝেন না।

তাইতো গণভবনে গিয়ে রাত্রে খাওয়ার পর জানা গেলো মহাজোটে আছেন। বিএনপি নির্বাচনে না এলে আলাদা নির্বাচন করবেন। সকালে কাগু এরশাদ এর মলত্যাগ করার পর পেট থেকে যখন সব বেরিয়ে গেলো তারপর শুনলাম তিনি মহাজোটে নাই, বিএনপি নির্বাচনে না এলে তিনিও নির্বাচনে আসবেন না। যতক্ষন খাবার পেটে ছিল ততক্ষন মহাজোটে ছিলেন, পেট খালি হওয়ার পর মহাজোটে নাই।

বিষয়: বিবিধ

১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File