রহস্যাবৃত্ত

লিখেছেন লিখেছেন মতলুব ১৬ নভেম্বর, ২০১৩, ১০:৩১:১৭ রাত



গণতন্ত্র মানে রামদা নিয়ে সামনে এগিয়ে চলা

গণতন্ত্র মানে ভদ্রভাবে নিরেট মিথ্যা বলা।

গণতন্ত্র মানে মাধুরী মিশিয়ে সংবিধানে আঁচড়।

গণতন্ত্র মানে পদত্যাগেও ক্ষমতায় থাকতে নাছোড়।

গণতন্ত্র মানে বিরোধী দমনে পুলিশের লাঠি চার্জ,

গণতন্ত্র মানে দেশ বিরোধী নানান অপকর্ম, অকাজ।

গণতন্ত্র মানে ইসলাম নিয়ে অত্যাচারীর খেলা,

গণতন্ত্র মানে আইনী শাসনে অনাদর, অবহেলা।

গণতন্ত্র মানে লাল সবুজে শক্তে খামচে ধরা,

গণতন্ত্র মানে সারি সারি লাশ তপ্ত রক্তে ঝরা।

গণতন্ত্র মানে প্রশ্ন ফাঁসে পরীক্ষার অপলাপ।

গণতন্ত্র মানে সত্যের অবসানে বন্ধ সংলাপ।

গণতন্ত্র মানে গরীব অনাথের উপহাস, অনাহার,

গণতন্ত্র মানে শ্রমিকের উপর নির্মম অত্যাচার।

গণতন্ত্র মানে শকুনী নখরে দুর্নীতি নিয়ে খেলা,

গণতন্ত্র মানে সুদ, ঘুস আর জুয়ার মস্তমেলা।

বিষয়: সাহিত্য

৯৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File