বারমুদা ট্রায়াঙ্গেলে ভালোবাসা

লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০৭ নভেম্বর, ২০১৩, ০১:০০:০৮ রাত

সময়ের চাকার অবিরাম ঘূর্ণনে পাড়ি দেই

জীবনের দূর্গম পথ

যেন ব্যর্থতার কক্ষপথে নিরূদ্যেশ ছুটে চলা।

অসহায় দু’চোখ মেলে কেবলি চেয়ে দেখি-

মৃত্তিকার আকাশে জ্বলে ওঠা স্বপ্নের জ্যোতির্ময় নক্ষত্রের শরীর

ব্ল্যাকহোলের মতো ক্যামনে গিলে খায় সমাজের আদিম দর্শন।

বুকের জমিনে আছড়ে পড়ে অপবাদের উল্কা

অপমানের ধূলি-ঝড়ে লোকাই ক্ষত-বিক্ষত ফ্যকাশে মুখ

বুকের চুল্লিতে চলে অবিরাম যন্ত্রণার রাসায়নিক ফিউশন ক্রিয়া

বিশ্বাসের পাহাড় ধ্বসে চাপা পড়ে অগণন স্বপ্নের লাশ

যেন যুদ্ধবিধ্বস্ত নগরীর বিভত্স চিহ্ন বুকে নিয়ে

পরিত্যক্ত প্রাচীরের উপর দাঁড়িয়ে আছি একলা আমি।

নির্জন আমাজান জঙ্গলের নির্মম একাকীত্বের মেশিনগান

ঝাঁজরা করে হৃত্পিন্ড।কষ্টের জমাট রক্তে গড়া

গম্বুজ পর্বত ঢাকে ধৈর্যের চাদর।

চোখের নীল জলে থমকে দাঁড়ায় নীলাভ নীলাকাশ,আর

বারমুদা ট্রায়াঙ্গেলে পড়ে থাকে নিশ্চল ভালোবাসার নৌকা।

বিষয়: সাহিত্য

১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File