প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা আমতলীকে জেলা করার দাবী।

লিখেছেন লিখেছেন অগ্নি বার্তা ১১ আগস্ট, ২০১৬, ১১:৪১:৩৭ সকাল







(এম, আর, তুহিন তালুকদার): ১৯০১ সালে আমতলীর গুলিশাখালীতে পুলিশ ষ্টেশন ছিল।আমতলীকে ছোট করার লক্ষ্যে বড় বিঘাই, ধানখালীকে কেটে নেয়া হয়েছিল। তালতলীকে উপজেলা করে আমতলীকে ক্ষুদ্র করা হয়েছে। কিন্তু আমতলীর মানুষের মানুষিকতাকে ক্ষুদ্র করতে পারেনি। আমতলীবাসী আজ জেলার দাবিতে স্বোচ্চার। আমতলীর ভূ-খন্ড ছাড়া গলাচিপা উপজেলা, খেপুপাড়া উপজেলা, তালতলী উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, পর্যটন নগরী কুয়াকাটা, সমুদ্র বন্দর পায়রা বন্দরের সড়ক যোগাযোগ ব্যবস্থা কল্পনা করা যায় না। আমতলীতে জেলার দাবী আজ কোন সামাজিক/রাজনৈতিক/কোন ক্ষুদ্র জনগোষ্ঠীর দাবী নয়, এদাবী গলাচিপা উপজেলা, খেপুপাড়া উপজেলা, তালতলী উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, পর্যটন নগরী কুয়াকাটার সর্বস্তরের মানুষের দাবী, বৃহৎ জনগোষ্ঠীর দাবী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ আসনকে জেলা করার দাবী।

কত কণ্ঠে ধনিত হলে আমতলী জেলা চাই চিৎকার শুনতে পাবে তারা?

বিষয়: বিবিধ

১৩৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376130
১১ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন : সিলেট জেলার বানিয়াচং হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় গ্রাম । আমতলীকে জেলা হিসেবে ঘোষনা দিলে বানিয়াচংকেও দিতে হবে ।
376141
১১ আগস্ট ২০১৬ বিকাল ০৪:২১
কুয়েত থেকে লিখেছেন : তালতলীকে উপজেলা করে আমতলীকে ক্ষুদ্র করা হয়েছে। ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File