বাস্তব অভিজ্ঞতাঃ ব্লাড সুগার বেশি মানেই ডায়াবেটিস নয়

লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ০২ মে, ২০১৬, ০৪:৫৩:১৪ বিকাল

বংশে ডায়াবেটিস আছে বিধায় মাঝে মাঝে সতর্কতাবশত সুগার টেস্ট করতাম স্থানীয় ফার্মেসীতে। কখনো সেটা ৫ এর বেশি হতো না। কিন্তু গতবছর একদিন সুগার টেস্ট করে চক্ষু ছানাবড়া! ১১.৫ দেখাচ্ছে রিডিং। ভাবনায় পড়লাম। নিশ্চিত হওয়ার জন্য পরপর কয়েকদিন ফার্মেসীতে টেস্ট করলাম- খালি পেটে ও ভরা পেটে। রিডিং যা আসছিল ৮ হতে ১২ এর মধ্যে। একটু চিন্তায় পড়ে গেলাম। এরপর ল্যাব টেস্ট এর জন্য গেলাম ডায়াবেটিস হাসপাতালে। সেখানে যথারীতি Fasting Blood Sugar এবং ৭৫ মিলি গ্লুকোজ খাওয়ার ২ ঘন্টা পর Blood Sugar টেস্ট করার পর ডাক্তার নিশ্চিত করলেন আমার ডায়াবেটিস। একটু ভাবনাতেই পড়ে গেলাম। তবে ডাক্তার সাহেব একটু অভয় দিলেন-“নিয়ম মেনে চললে ডায়াবেটিস এর সাথে সাথে অন্যান্য রোগ হতেও আপনি মুক্ত থাকবেন”। তথাস্তু!

ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ এবং নিয়মানুবর্তিতা চলছিল। ৬ মাস পর আবার সুগার টেস্ট করলাম (ল্যাবে)। এবার রিপোর্ট আসলে খালিপেটে ৪ এবং গ্লুকোজ পানের পর ৬.৮। ভাবলাম হয়তো নিয়ম ও ঔষধ চলাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অাছে। সপ্তাহে অন্তত একবার করে ফার্মেসীতেও টেস্ট করছিলাম। ৪-৬ এর বেশি কখনো সুগার এর মাত্রা হয় নি। এবার ঔষধ এবং খাবারে নিয়ম মেনে চলাটাও বন্ধ করে দিলাম। ৫ মাস পর আবারো ল্যাব টেস্ট করলাম। না, ডায়াবেটিস বলার মতো সুগার নেই রক্তে। নিশ্চিত হওয়ার জন্য এক মাসের মাথায় আরো দু’বার টেস্ট করলাম ভিন্ন ভিন্ন হাসপাতালে। না, এবারো নেই। এবার একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হলাম। তিনি বললেন, “আপনার কখনো ডায়াবেটিস ছিল না। হয়তো কোন কারণে সাময়িকভাবে রক্তে সুগার এর পরিমাণ বেড়ে গিয়েছিল। আপনার গত এক বছরের সকল প্রেসক্রিপশন দেখালে হয়তো বুঝতে পারতাম কোন ঔষধের কারণে এটা ঘটেছে কিনা।” সকল চিকিৎসাপত্র জোগাড় করে আবারো গেলাম ঐ ডাক্তারের কাছে। অভিজ্ঞ ডাক্তার সহজেই আবিষ্কার করলেন, সুক্রালফেট নামক একটি ব্যথানাশক ঔষধের প্রভাবেই আমার রক্তে সাময়িকভাবে সুক্রোজ তথা সুগার এর পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। উল্লেখ্য যে, একজন খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শে সুক্রালফেট গ্রুপের ঔষধটি দীর্ঘ ২ মাস ধরে সেবন করেছিলাম দৈনিক ৬ টি করে ওরাল আলসার নিরাময়ের জন্য। ভাল ফলও পেয়েছি। সেটিই ছিল রক্তে সাময়িকভাবে সুক্রোজ বা চিনি বেড়ে যাওয়ার কারণ।

আলহামদুলিল্লাহ, ডায়াবেটিস নেই। তবে রোগ নিরূপণের জন্য ডাক্তারদের আরো সতর্কতার পরিচয় দেয়া উচিত। পর্যাপ্ত সময় নিয়ে রোগীর পূর্বকার রোগ এবং ড্রাগ সেবনের ইতিহাস পর্যালোচনা করতে হবে। আমাদের বেশিরভাগ ডাক্তার অতিমাত্রায় বাণিজ্যিক হওয়ায় তারা রোগীকে যথেষ্ট সময় দেন না। ফলে সঠিকভাবে রোগ নির্ণয় হয় না এবং আমার মতো সুস্থ মানুষকেও তারা রোগী বানিয়ে দেন।

বিষয়: বিবিধ

২৯০০ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367788
০২ মে ২০১৬ বিকাল ০৫:২১
গাজী সালাউদ্দিন লিখেছেন : ডাক্তাররা সতর্ক হলে বাড়তি টাকা কিভাবে আয় হবে!!!!!
ডাক্তারদের কাজই হল রোগীকে ভয় দেখিয়ে বারবার উক্ত ডাক্তারের কাছে যাতায়াতের ব্যবস্থা করা।
আহারে, কত কি খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে গিয়ে একবার হাত সামনে আগায় তো তিনবার পিছিয়ে আসে!
০৪ মে ২০১৬ সকাল ১০:১৭
305315
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুধু ডাক্তার নয়, সব পেশাতেই এক অবস্থা। ৯০% ব্যবসায়ী চোর, উকিল ধান্ধাবাজ, শিক্ষক টাউট(অনেকে পরিমল).......। সাংবাদিক আর পুলিশ এর কথা বলতে আর রুচিতে দিচ্ছে না।
০৪ মে ২০১৬ সকাল ১১:০৯
305321
গাজী সালাউদ্দিন লিখেছেন : তা আপনি কোন পেশায় আছেন? আমিও একটু এক হাত নেওয়ার চেষ্টা করতাম!
০৫ মে ২০১৬ সকাল ১১:১৬
305417
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমি নিজেও উকিল। হাহাহা।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ মে ২০১৬ সকাল ১১:১৭
305418
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আয়কর উকিল। তবে প্র্যাকটিসে নেই। জবই করি।
০৫ মে ২০১৬ সকাল ১১:১৮
305420
গাজী সালাউদ্দিন লিখেছেন : সে পাড়ায়তো আমাকে প্রায় যেতে হয়। যেভাবে টাকা আদায় করে!!!! বিচ্ছিরি!!!!
367789
০২ মে ২০১৬ বিকাল ০৫:২২
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালো লাগলো আল্ হামদুলিল্লাহ ডায়াবেটিস নেই এটা ভালো খবর ধন্যবাদ।
০৪ মে ২০১৬ সকাল ১০:১৭
305316
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
367793
০২ মে ২০১৬ বিকাল ০৫:৫৯
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বাংলাদেশের ৮০% ডাক্তার কসাই, তারা কোন রোগ না থাকলেও শুধুমাত্র কমিশনের জন্য, ডজন ডজন পরিক্ষা দিবে.....
০৪ মে ২০১৬ সকাল ১০:১৭
305314
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুধু ডাক্তার নয়, সব পেশাতেই এক অবস্থা। ৯০% ব্যবসায়ী চোর, উকিল ধান্ধাবাজ, শিক্ষক টাউট(অনেকে পরিমল).......। সাংবাদিক আর পুলিশ এর কথা বলতে আর রুচিতে দিচ্ছে না।
367796
০২ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একবার আমার আব্বা অসুস্থতার জন্য এক বিশেষজ্ঞ ডাক্তার এর কাছে যান। তিনি এন্ডোসকপি করতে বলেন। রিপোর্ট দেখে সেই ডাক্তার বলেন যে গলব্লাডার এ পাথর হয়েছে জলদি অপারেশন লাগবে। কোথায় ভর্তি হবে সেই বিষয়ে এক ডাক্তার আত্মিয়র সাথে আলাপ করতে গেলে তিনি জানান যে এন্ডোসকপিতে মানুষের পাকস্থলির অবস্থা জানা যায়। এন্ডোসকপি থেকে গলব্লাডার এর পাথর দেখা যায়না!!!
আরো বলেন যে গলব্লাডার এ পাথর যে কোন সময় হতে পারে। কোন সমস্যা হলেই সেটা চিকিৎসার দরকার হয়। কিন্তু অনেক ডাক্তার স্রেফ ওষুধ কোম্পানির কমিশন আর সার্জারি করার জন্য নিরোগ কেও রোগি বানিয়ে দেয়!!
০৪ মে ২০১৬ সকাল ১০:১৮
305317
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুনেছি উন্নত বিশ্বে ডাক্তাররা শুধু রোগ নির্ণয় করে থাকেন। ঔষধ সিলেক্ট করার কাজ ফার্মাসিস্টদের। এ সিস্টেম আমাদের দেশেও চালু করা উচিত।
367804
০২ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
367813
০২ মে ২০১৬ রাত ০৯:১২
শেখের পোলা লিখেছেন : ডাক্তারী পেশা এখন বানিজ্যে রূপ নিয়েছে। শুধুই মুনাফা কামানোই ধান্দা। সেবা নামের ছিটে ফোঁটাও নেই অনেকের মধ্যে৷ ধন্যবাদ।
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
305258
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জী, ঠিক বলেছেন। যদিও সামান্য কিছু ডাক্তার সত্যিই ভাল।
367832
০২ মে ২০১৬ রাত ১১:০৮
আবু জান্নাত লিখেছেন : আমি অতিরিক্ত চিনিযুক্ত চা বা মিষ্টি খেলে পেশাব ঘনঘন হয়, তাই এখন চিনিমুক্ত থাকতে চেষ্টা করি। অনেকে ডাক্তার দেখাতে বলে, আমি কিন্তু এই ভেবে যাইনা যে ডাক্তাররা ভালো মানুষকেও রোগী বানিয়ে দেয়। ধন্যবাদ
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
305257
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ডাক্তার দেখানো উচিত। কিছু ডাক্তার সত্যিই ভাল।
367848
০৩ মে ২০১৬ রাত ১২:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এখনকার ডাক্তাররা সব কসাই হয়ে যাচ্ছে।
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৮
305255
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জী, ঠিক বলেছেন। যদিও সামান্য কিছু ডাক্তার সত্যিই ভাল।
367849
০৩ মে ২০১৬ রাত ১২:৩৩
awlad লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো very important information
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
305254
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
367864
০৩ মে ২০১৬ সকাল ০৯:০৮
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : ডাক্তারদের অতিরিক্ত বানিজ্যিক চিন্তা-ভাবনার কারনেই সঠিক চিকিৎসা হচ্ছেনা। আল্লাহ ওদের হেদায়েত করুন।
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
305253
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জী, ঠিক বলেছেন। যদিও সামান্য কিছু ডাক্তার সত্যিই ভাল।
১১
367868
০৩ মে ২০১৬ সকাল ১০:৪৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বর্তমানে তো ডাক্তারী নাই। এসব হল 'মেডিসিন ফরম ফিলাপ গ্রুপ' এদের অনেক জনকে ডাক্তার বলাও অন্যায়। তারা রোগীর ব্যখা শুনে রোগ বুঝতে পারেনা, রোগীর চেহারা দেখেও অসুস্থতা বুঝতে পারেনা। ল্যাবরেটরী যা দেখাবে সে হিসেবে তালিকাভূক্তির ঔষদ ধরিয়ে দেওয়াই তাদের কাজ। আসলে এ ধরনের কাজ ফার্মাসিস্টদের দিয়েও করানো যায়।
০৩ মে ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
305252
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য মুহতারাম টিপু ভাইকে ধন্যবাদ। শুনেছি উন্নত বিশ্বে ডাক্তাররা শুধু রোগ নির্ণয় করে থাকেন। ঔষধ সিলেক্ট করার কাজ ফার্মাসিস্টদের। এ সিস্টেম আমাদের দেশেও চালু করা উচিত।
১২
367923
০৩ মে ২০১৬ রাত ০৯:০৮
আকবার১ লিখেছেন : বাংলাদেশের ৯০% ডাক্তার কসাই।ডাক্তারী পেশা এখন বানিজ্যে রূপ নিয়েছ.
০৪ মে ২০১৬ সকাল ১০:১৬
305311
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুধু ডাক্তার নয়, সব পেশাতেই এক অবস্থা। ৯০% ব্যবসায়ী চোর, উকিল ধান্ধাবাজ, শিক্ষক টাউট(অনেকে পরিমল).......। সাংবাদিক আর পুলিশ এর কথা বলতে আর রুচিতে দিচ্ছে না।
১৩
367939
০৪ মে ২০১৬ রাত ০২:১৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : সবাই বলেছেন ডাক্তারখানা কশাইখানা।
আমি বলিলাম .।
০৪ মে ২০১৬ সকাল ১০:১৬
305312
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : শুধু ডাক্তার নয়, সব পেশাতেই এক অবস্থা। ৯০% ব্যবসায়ী চোর, উকিল ধান্ধাবাজ, শিক্ষক টাউট(অনেকে পরিমল).......। সাংবাদিক আর পুলিশ এর কথা বলতে আর রুচিতে দিচ্ছে না।
১৪
368051
০৫ মে ২০১৬ দুপুর ০১:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর পোস্ট জনাব, ভাল লাগল..
০৮ মে ২০১৬ দুপুর ০২:৫২
305745
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১৫
370989
০৪ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
আবু নাইম লিখেছেন : আমার বেগমও একজন হোমিও ডাক্তার তো তার কিছু সমস্যা নিয়ে গেল, একজন গাইনি ডাক্তারের কাছে। তিনি ধরিয়ে দিলেন ডায়াবেটিস এর একখান বই সাথে বিশাল ফর্দ সাথে বেশ কিছু টাকা খসালেন। তো বেগম সাব কয়েকদিন ডাক্তারের কথা মত নিয়ম পালন করে অতিষ্ঠ হয়ে বলল আমার তো সন্ধেহ হচ্ছে ভাল করে টেষ্ট করি। রেজাল্ট হল শুণ্য নো ডায়াবেটিশ। মাঝখান থেকে কিছু টাকা গেল, আর কিছু ঝামেলা।
০৫ জুন ২০১৬ সকাল ০৯:১৬
307883
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা। অতিরিক্ত বাণিজ্যিক চিন্তা ভাবনা হতে অনেক ডাক্তার সময় বাঁচাতে অনেক সময় আন্দাযের উপর রোগ বলে দেয় ও ট্রিটমেন্ট করে। এটি খুব ভয়াবহ ব্যাপার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File