রাসুল (সঃ) অল্প কথায় খুব সহজে অনেক গভীর অর্থবহ ভাব প্রকাশ করতে পারতেন।

লিখেছেন লিখেছেন বিবেকবান ১৫ আগস্ট, ২০১৫, ০১:১৮:১৪ রাত

রাসুল (সঃ) অল্প কথায় খুব সহজে অনেক গভীর অর্থবহ ভাব প্রকাশ করতে পারতেন। মজার ব্যাপার হল তার এসব অল্প কথায় অনেক গভীর প্রজ্ঞার ছাপ লক্ষ্য করা যায়।

মৌমাছি বিষয়ে রাসুল (সঃ) এর হাদিসটা এর একটা জলজ্যান্ত উদাহরণ। তিনি বললেন- একজন মুমিন হল মৌমাছি এর মত। মৌমাছি খুব সুন্দর করে খায়, এবং এমনভাবে ফুলে বসে যেন এটা ভেঙ্গে না পরে।

একটু খেয়াল করলে দেখা যাবে যে, মৌমাছি নিজে ফুল থেকে মধু নেয়। এরপর সে ফুলকে এমনভাবে রেখে যায় যেন কোনভাবেই ফুলটির কোন ক্ষতি না হয়। ফুল থেকে ফল এবং ফল থেকে বীজ হয়। এ প্রক্রিয়ার জন্য যে পরাগায়ণ হয় এখানে মোমাছি খুবই প্রয়োজনীয়। ফূলের জন্য মৌমাছি হল মোস্ট ডিজায়ারড অতিথি।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File