হাতিকান্ড

লিখেছেন লিখেছেন অন্য চোখে ২১ আগস্ট, ২০১৬, ০৭:২৬:১৩ সন্ধ্যা

হাতি নাহয় ভুল করেছে বন্যার জলে ভেসে

সীমান্তটা পার হয়ে সে আসল বাংলাদেশে।

নাওয়া খাওয়া ছেড়ে সবাই ছুটল হাতির পিছু

অবাক হয়ে দেখলো সবাই যেন অন্য কিছু।

হাতির খবর নিতে এলো বিশেষ প্রতিনিধি

চ্যানেল জুড়ে লাইভ হয়েছে হাতির গতিবিধি।

হাতির প্রেমে মজল জাতি শেকল দিল পায়

ধরে বেঁধে রাখবো বুকে যাবে কোথায় ভাই।

এমন প্রেম দিল ঠেলে বুঝলনা হায় দিলে

ধড়াম করে পড়ল হাতি মরল আইলে বিলে।

হাতির শোকে শোকাহত গোটা বঙ্গ জাতি

কাঁদল আলাল, কাঁদল দুলালা, কাঁদল নানা-নাতি।

হাতির কঙ্কাল জাদুঘরে, স্মৃতিসৌধ বাকি

হাতির আত্মা ভাবছে ভীষণ পাগল পুরো জাতি।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376580
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
কুয়েত থেকে লিখেছেন : সীমান্তটা পার হয়ে সে আসলো বাংলাদেশে।
নাওয়া খাওয়া ছেড়ে সবাই ছুটল হাতির পিছে দালালী না করলেকি চেতনা রক্ষা হয়..? ভালো লাগলো ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
312185
অন্য চোখে লিখেছেন : Tongue Tongue Tongue
376582
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:০০
চেতনাবিলাস লিখেছেন : চমৎকার! চমৎকার লিখেছেন ভায়া | অনেক ধন্যবাদ আপনাকে |
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:০১
312187
অন্য চোখে লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
376589
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হায় বেচারা হাতি। মরলে খেয়ে লাথি!!
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:২১
312192
অন্য চোখে লিখেছেন : ভন্ড পুরো জাতি
376606
২২ আগস্ট ২০১৬ রাত ০১:৩৬
আসমানি লিখেছেন : হি হি হি,
Remarkable!
২৩ আগস্ট ২০১৬ সকাল ১১:২৭
312299
অন্য চোখে লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন
২৫ আগস্ট ২০১৬ রাত ০২:২৫
312370
আসমানি লিখেছেন : ওক্কে
376618
২২ আগস্ট ২০১৬ সকাল ০৯:০১
হতভাগা লিখেছেন : বঙ্গ বাহাদুরকে স্ট্যাটাস অনুযায়ী মর্যাদা দিতে না পারায় সীমান্তে হয়ত হোলি উৎসব শুরু হয়ে যাবে।
২৩ আগস্ট ২০১৬ সকাল ১১:২৭
312300
অন্য চোখে লিখেছেন : তার আগেই আমাদের স্মৃতিসৌধটা করে ফেলা উচিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File